Cat Crossing Path Superstition: বিড়াল পথ কাটলে কি সত্যিই সেটা অশুভ সঙ্কেত, নাকি শুধুই গুজব? জানুন আসল সত্যিটা...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Cat Crossing Path Superstition: বিড়াল পথ কাটলে অশুভ কিছু ঘটবে, এই ধারণা বহুদিনের। কিন্তু এর পেছনে কি আদৌ কোনও বৈজ্ঞানিক ভিত্তি আছে? বিশিষ্ট পণ্ডিতের মতে, এটি নিছক কুসংস্কার, এবং সমাজের উচিত যুক্তিবাদী চিন্তা অবলম্বন করা...
আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, যদি কোনও বিড়াল আপনার রাস্তা কেটে যায়, তবে তা অশুভ কিছু ঘটার ইঙ্গিত দেয়। সমাজে এই ধারণাটি বহুদিন ধরে প্রচলিত আছে। কিন্তু এর পেছনে কোনও বাস্তবতা আছে কি? নাকি এটি শুধুই একটি মিথ? গোড্ডার বিশিষ্ট পণ্ডিত সতীশ ঝা এই বিষয়ে ধর্মীয়, সাংস্কৃতিক ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা দিয়েছেন।
advertisement
পণ্ডিত সতীশ ঝা জানান, বিড়াল পথ কাটলে অশুভ এমন ধারণার শুরু প্রাচীন কালের সংস্কৃতি থেকে। তখন বৈজ্ঞানিক ব্যাখ্যার অভাবে মানুষ নানা ঘটনার ব্যাখ্যা ধর্মীয় বিশ্বাসের ওপর নির্ভর করে করত। যেমন, যদি বিড়াল বাম দিক থেকে ডান দিকে যায়, সেটিকে অশুভ বলে মনে করা হত। এমন সময় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকাটাই ছিল "সমাধান"।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement