Camphor Vastu Tips: অর্থলাভ, চাকরিতে উন্নতি থেকে দাম্পত্যে শান্তি থাকবে হাতের মুঠোয়...শুধু এককুচি কর্পূর রাখুন এভাবে

Last Updated:
Camphor Vastu Tips: বাস্তুশাস্ত্রেও নানাভাবে কর্পূর কাজে লাগানো যায়৷
1/7
যাঁরা বিশ্বাস করেন তাঁদের ক্ষেত্রে জীবনের প্রতি পদক্ষেপে জড়িয়ে আছে বাস্তুশাস্ত্র৷ সাধারণ ঘরোয়া উপকরণও বাস্তুশাস্ত্রে অনন্য সাধারণ হয়ে উঠতে পারে৷
যাঁরা বিশ্বাস করেন তাঁদের ক্ষেত্রে জীবনের প্রতি পদক্ষেপে জড়িয়ে আছে বাস্তুশাস্ত্র৷ সাধারণ ঘরোয়া উপকরণও বাস্তুশাস্ত্রে অনন্য সাধারণ হয়ে উঠতে পারে৷
advertisement
2/7
বাস্তু বিশেষজ্ঞ নেহা জৈনের মতে সেরকমই একটি উপকরণ কর্পূর৷ পুজো অর্চনার কাজে খুবই ব্যবহার করা হয় এটি৷ বাস্তুশাস্ত্রেও নানাভাবে কর্পূর কাজে লাগানো যায়৷
বাস্তু বিশেষজ্ঞ নেহা জৈনের মতে সেরকমই একটি উপকরণ কর্পূর৷ পুজো অর্চনার কাজে খুবই ব্যবহার করা হয় এটি৷ বাস্তুশাস্ত্রেও নানাভাবে কর্পূর কাজে লাগানো যায়৷
advertisement
3/7
সকাল ও সন্ধ্যায় পুজোর ঘরে প্রজ্বলন করুন দেশি ঘিয়ে কর্পূরের বাতি৷ মনে করা হয় এতে বাড়িতে সদর্থক বার্তা সঞ্চারিত হয়৷
সকাল ও সন্ধ্যায় পুজোর ঘরে প্রজ্বলন করুন দেশি ঘিয়ে কর্পূরের বাতি৷ মনে করা হয় এতে বাড়িতে সদর্থক বার্তা সঞ্চারিত হয়৷
advertisement
4/7
 রাতে সব কাজ হয়ে গেলে রান্নাঘরে একটি পাত্রে লবঙ্গ ও কর্পূর একসঙ্গে প্রজ্বলন করা হয়। এর ফলে চাকরিতে পদোন্নতি দ্রুত হয়।
রাতে সব কাজ হয়ে গেলে রান্নাঘরে একটি পাত্রে লবঙ্গ ও কর্পূর একসঙ্গে প্রজ্বলন করা হয়। এর ফলে চাকরিতে পদোন্নতি দ্রুত হয়।
advertisement
5/7
স্নানের জলে কিছু ফোঁটা কর্পূরের তেল মেশালে শরীর থেকেও নেগেটিভ এনার্জিও দূর হয়। শরীর সুস্থ এবং ভাগ্য সুপ্রসন্ন হয়। সংসারে অর্থাগম হয়।
স্নানের জলে কিছু ফোঁটা কর্পূরের তেল মেশালে শরীর থেকেও নেগেটিভ এনার্জিও দূর হয়। শরীর সুস্থ এবং ভাগ্য সুপ্রসন্ন হয়। সংসারে অর্থাগম হয়।
advertisement
6/7
সংসারে সম্পদ, আনন্দ এবং সমৃদ্ধি আনার জন্য বাড়ির অগ্নি কোণ বা দক্ষিণপূর্ব দিকে কর্পূর প্রজ্বলন করার জন্য বলা হয়। এতে দেবী লক্ষ্মী সুপ্রসন্ন হন বলে বিশ্বাস।
সংসারে সম্পদ, আনন্দ এবং সমৃদ্ধি আনার জন্য বাড়ির অগ্নি কোণ বা দক্ষিণপূর্ব দিকে কর্পূর প্রজ্বলন করার জন্য বলা হয়। এতে দেবী লক্ষ্মী সুপ্রসন্ন হন বলে বিশ্বাস।
advertisement
7/7
রাতে ঘুমনোর সময় বালিশের তলায় এক খণ্ড কর্পূর রাখুন। সকালে ঘুম থেকে উঠে সেটি প্রজ্বলন করুন। বিশ্বাস, এর ফলে দাম্পত্যে অশান্তি দূর হয়।
রাতে ঘুমনোর সময় বালিশের তলায় এক খণ্ড কর্পূর রাখুন। সকালে ঘুম থেকে উঠে সেটি প্রজ্বলন করুন। বিশ্বাস, এর ফলে দাম্পত্যে অশান্তি দূর হয়।
advertisement
advertisement
advertisement