সুখ-দুঃখ, শান্তি সমৃদ্ধি এই নিযেই জীবন বলা যেতে পারে এ জীবনের নানান অঙ্গ ৷ কারও জীবনেই যেমন খারাপ সময় দীর্ঘস্থায়ী হয়না তেমনই ভাল সময়ই যেন কোনও ভাবেই সঙ্গে সঙ্গে চলেনা ৷ প্রতীকী ছবি ৷
2/ 8
যখন বহু মানুষ চাপে থাকেন তখনই তিনি অত্যন্ত পরিমাণে জ্যোতিষ নির্ভরশীল হয়ে পড়েন ৷ যিনি ঋণের বোঝায় এক্কেবারে ঝুঁকে পড়ছেন তাঁর কাছে ফল খুব তাড়াতাড়ি দেখতে পাওয়া যায় ৷ প্রতীকী ছবি ৷
3/ 8
বিশেষ দিনের মধ্যে হোলির আগের রাতও এক গুরুত্বপূর্ণ দিন ৷ হোলির আগের দিন রাত্রিবেলায় (বুড়ির ঘর পোড়ানোর দিন) যদি আটার প্রদীপ জ্বালানো যায় সেক্ষেত্রে ৷ পুরনো থেকে অত্যন্ত পুরনো ঋণের বোঝাও ঘাড় থেকে নেমে যায় ৷ প্রতীকী ছবি ৷
4/ 8
বাধা বিপত্তিতে যেখন জীবন জেরবার ঠিক তখনই সমস্ত বাধা দূরে সরে যায় ৷ একই সঙ্গে এই উপায় জীবনে বেশ কিছু সমস্যার সমাধান করে থাকে একই সঙ্গে অর্থিক সঙ্কটও দূরে দারুণ ভাবে ৷ প্রতীকী ছবি ৷
5/ 8
আটার এই প্রদীপ প্রস্তুত করতে পাঁচমুখী বা পঞ্চমুখী প্রদীপ প্রস্তুত করে তাতে সরষের তেলের সঙ্গে কিছুটা কালো তিল, বাতাসা, একটু সিঁদুর ও একটি তামার কয়েন দিতে হবে ৷ প্রতীকী ছবি ৷
6/ 8
তখনই হোলির বুড়িরঘর পোড়ার আগুন দিয়ে প্রদীপ জ্বালতে হবে ৷ সেটি দিয়ে আরতি করতে হবে বাড়িতে ৷ এরপরেই একটি নিরিবিলি স্থানে প্রদীপটি রেখে আর পিছনে না তাকিয়ে ঘরে ঢোকার আগে হাত-পা ধুয়ে নিয়ে হবে ৷ প্রতীকী ছবি ৷
7/ 8
তারপরেই ঘরে প্রবেশ করা উচিৎ ৷ এই উপায় ঋণের বোঝা থেকে মুক্তি পাওয়ার জন্য ও আর্থিক পরিস্থিতি আরও শক্তিশাবী করতে বিশেষ ভাবে প্রয়োজনীয় ৷ প্রতীকী ছবি ৷
8/ 8
Disclaimer:নিউজ ১৮ বাংলা কুসংস্কার সমর্থন করেনা বা প্রচারও করেনা, তাই যেকোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷