Budh Gochar 2022: ধনু রাশিতে বুধের গোচর! বিশেষ আর্থিক শুভ ফল পেতে চলেছেন কোন রাশির জাতক-জাতিকারা?
- Published by:Siddhartha Sarkar
- Edited by:Siddhartha Sarkar
Last Updated:
ধনু রাশিতে বুধের গোচরে কুম্ভ রাশি ছাড়াও আরও বেশ কিছু রাশির মানুষরা উপকৃত হবেন।
advertisement
মিথুন রাশিতে বুধ গ্রহের প্রভাব: মিথুন রাশির অধিপতি বুধ, বুধের গোচরে মিথুন রাশির ওপর বুধের প্রত্যক্ষ দৃষ্টি পড়তে চলেছে, যেটিকে জ্যোতিষীরা অত্যন্ত শুভ বলে মনে করছেন। এই সময়ে আর্থিক লাভ হতে পারে। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন তাঁদের জন্য এই সময়টি খুব ভাল প্রমাণিত হবে। জাতক-জাতিকারা আর্থিক দিক থেকে বিশেষ লাভবান হবেন। ব্যবসায়ীরা দীর্ঘ সময় ধরে আটকে থাকা অর্থ ফেরত পাবেন।
advertisement
সিংহ রাশিতে বুধ গ্রহের প্রভাব: ধনু রাশিতে বুধের গমন সিংহ রাশির জাতকদের জন্য খুবই উপকারী প্রমাণিত হতে চলেছে। জাতক-জাতিকারা শেয়ার বাজার বা যে কোনও লটারি আর্থিক ভাবে লাভবান হবেন। কর্মক্ষেত্রে জাতক-জাতিকাদের কর্মক্ষমতা বৃদ্ধি পাবে। যাঁরা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন তাঁরাও সুখবর পেতে পারেন। প্রেমের সম্পর্কের ক্ষেত্রেও এই সময়টি ভাল। জাতক-জাতিকারা জীবনসঙ্গীর সঙ্গে ভাল সময় কাটাবেন। যাঁরা সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন তাঁরা সুখবর পাবেন।
advertisement
কন্যা রাশিতে বুধ গ্রহের প্রভাব: বুধের এই গমন কন্যা রাশির জাতক-জাতিকাদের সুখ-সমৃদ্ধি এনে দেবে। যানবাহন ও সম্পত্তির ক্ষেত্রে এই গোচর শুভ ফল দেবে। জাতক-জাতিকাদের মায়ের সঙ্গে সম্পর্ক খুব হবে এবং মায়ের পূর্ণ সমর্থন মিলবে। অন্য দিকে, যাঁরা দীর্ঘদিন ধরে কোনও সম্পত্তি কেনার পরিকল্পনা করছেন তাঁরা এই সময়টিকে বেছে নিতে পারেন। জাতক-জাতিকারা কোনও বাধা ছাড়াই কাজ সম্পন্ন করতে পারেন। যাঁরা রিয়েল এস্টেটের সঙ্গে যুক্ত তাঁদের জন্য এই সময়টি খুবই শুভ হতে চলেছে।
advertisement
ধনু রাশিতে বুধ গ্রহের প্রভাব: বুধ গ্রহের শুভ প্রভাবে ধনু রাশির জাতক-জাতিকারা তাঁদের পেশাগত জীবনে সফল হবেন। যাঁরা আমদানি-রফতানি বা চিকিৎসাজগতের সঙ্গে যুক্ত তাঁদের জন্য সময়টা খুবই শুভ প্রমাণিত হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কও মজবুত হবে। জাতক-জাতিকারা এই সময় ভবিষ্যত পরিকল্পনা নিয়েও কাজ শুরু করতে পারেন। পার্টনারশিপে ব্যবসা করা ব্যক্তিদের জন্য এই সময়টি খুবই চমৎকার হবে।
advertisement
কুম্ভ রাশিতে বুধ গ্রহের প্রভাব: কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টি আয় ও লাভের দুই দিক থেকেই শুভ হবে। তবে এই সময় জাতক-জাতিকাদের ব্যয় উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাবে। ভাগ্য জাতক-জাতিকাদের পক্ষে থাকবে। তাঁরা দীর্ঘদিনের পরিশ্রমের ফল পাবেন। শিক্ষার্থীদের জন্যও সময়টা খুবই উপকারী প্রমাণিত হতে চলেছে। পড়াশোনার ক্ষেত্রে জাতক-জাতিকারা বিশেষ সুবিধা পাবেন। যাঁরা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন তাঁদের জন্য এই সময়টি খুব ভাল।