Budh Gochar 2023: চলতি মাসেই কুম্ভ রাশিতে প্রবেশ করবেন বুধ! সৌভাগ্যের বর্ষণ হবে এই তিন রাশির জাতক-জাতিকার জীবনে
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Budh Gochar 2023: জ্যোতিষ শাস্ত্র মতে, কুম্ভ রাশিতে বুধ গোচর করার ফলে তিনটি রাশির জাতক-জাতিকার জীবনে কোনও কিছুর অভাব থাকবে না।
advertisement
বুধ গোচরের সময়কাল: আগামী ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে বিকাল ৪টে ৩৩ মিনিটে কুম্ভ রাশিতে গমন করতে চলেছেন। সেই সময় থেকে বুধ গ্রহ আবার আগামী ১৬ মার্চ, ২০২৩ তারিখ পর্যন্ত কুম্ভ রাশিতেই অবস্থান করবেন। এর পরে বুধ গ্রহ কুম্ভ রাশির পরবর্তী রাশি মীনে গমন করবেন। যে সময় বুধ কুম্ভ রাশিতে প্রবেশ করবেন, সেই সময় সেখানে শনি প্রায় ৫ ডিগ্রি এবং সূর্য প্রায় ১৪ ডিগ্রি অবস্থানে থাকবেন। এই পরিস্থিতিতে এর পরবর্তী ৪ দিনের মধ্যে বুধ এবং শনির সংযোগ সবথেকে নিকটবর্তী হবে। যদিও সূর্যও কুম্ভ রাশিতে থাকবেন, অথচ বুধের নিকটতম স্থানে থেকেও মার্চে এই রাশি থেকে বেরিয়ে যাবেন।
advertisement
advertisement
বৃষ রাশি: বৃষ রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে বুধ হলেন দ্বিতীয় এবং পঞ্চম ঘরের অধিপতি। আর বুধ কুম্ভ রাশি প্রবেশ করলে তিনি ওই রাশির দশম ঘরে অবস্থান করবেন। ফলে এই গোচর বৃষ রাশির জন্য অনুকূল হবে। এই রাশির জাতক-জাতিকারা সময়সীমার মধ্যে নিজের কাজ শেষ করতে পারবেন। কর্মক্ষেত্রে ব্যাপক প্রশংসার অধিকারী হবেন এবং আত্মবিশ্বাসও বেড়ে যাবে। ব্যবসা করার জন্য সময়টা আদর্শ। পরিবারের কাছাকাছি থাকতে পারবেন এবং পরিবারের সদস্যদের ইচ্ছা পূরণেও সক্ষম হবেন। কোনও কাজ আটকে থাকলে তা শীঘ্রই শেষ হবে। রিয়েল এস্টেট ব্যবসায়ীদের জন্যও সময়টা ভাল যাবে। প্রচুর অর্থ হাতে আসবে। সমাজে প্রতিপত্তি বাড়বে। আর ছোটখাটো ভ্রমণের সুযোগও তৈরি হবে।
advertisement
সিংহ রাশি: এই রাশির ক্ষেত্রে দ্বিতীয় এবং একাদশ ঘরের অধিপতি হলেন বুধ। আর বুধের গোচর হবে এই রাশির সপ্তম ঘরে। এতে লাভের মুখ দেখবেন পরিবহণ ব্যবসায়ীরা। নিজের ব্যবসা শুরু করার পাশাপাশি ব্যবসার মাধ্যমে নিজের নাম ও ব্র্যান্ড বানিয়ে ফেলা যেতে পারে। আইনজীবী কিংবা আর্থিক ক্ষেত্রে কর্মরতদের ক্ষেত্রেও এই সময়টা অনুকূল হবে। চাকরিতে পদোন্নতির সুযোগ আসবে। ব্যক্তিগত জীবনেও সুখ-শান্তির বাতাবরণ তৈরি হবে। জীবনসঙ্গী এবং পরিবারের সদস্যদের সঙ্গে সুসম্পর্ক থাকবে। ঝামেলা এড়ানোর জন্য আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। নতুন কোনও মানুষের সঙ্গে আলাপ হতে পারে।
advertisement
মকর রাশি: এই রাশির ক্ষেত্রে বুধ ষষ্ঠ এবং নবম ঘরের অধিপতি। আর কুম্ভ রাশিতে বুধের গোচর মকর রাশির দ্বিতীয় ঘরে ঘটবে। ফলে এই রাশির জাতক-জাতিকার জীবনে সৌভাগ্যের সঞ্চার ঘটবে। বাচনভঙ্গি সুন্দর হবে এবং যুক্তি ও বুদ্ধিদীপ্ত কথা বলতে সক্ষম হবেন তাঁরা। ব্যবসায়িক লাভের জন্য ভ্রমণে বেরোতে হতে পারে। আদালতে মামলা জিতে আর্থিক লাভ হতে পারে। সরকারি খাত থেকেও সুবিধা আসতে পারে। চাকরিতে কঠোর পরিশ্রমের ফল লাভ হতে পারে। পারিবারিক সমস্যা আলাপ-আলোচনার মাধ্যমে নিষ্পত্তি হয়ে যাবে।