জ্যোতিষশাস্ত্রে গ্রহের রাজপুত্র বলে গণ্য করা হয় বুধ গ্রহকে। ১৬ মার্চ, ২০২৩ তারিখে সকাল ১০টা ৫৪ মিনিটে কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করেছেন বুধ। এর পর মীন রাশিতে সূর্যের সঙ্গে বুধের মিলন ঘটবে। কারণ ১৫ মার্চ, ২০২৩ তারিখেই মীন রাশিতে গোচর করেছেন সূর্যদেব। আগামী ৩১ মার্চ, ২০২৩ তারিখ দুপুর পর্যন্ত মীন রাশিতে থাকবেন বুধ। এর পরে ওই দিন দুপুর ৩টে ০১ মিনিটে মেষ রাশিতে প্রবেশ করবেন।
বৃশ্চিক রাশি: বুধের গোচরের ফলে ব্যবসায়ীরা লাভবান হবেন। বড় বিনিয়োগ হতে পারে কিংবা ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অংশীদারিত্বের প্রস্তাব আসতে পারে। যেটা এই রাশির জাতক-জাতিকার জন্য ভাল হিসেবে প্রমাণিত হতে পারে। তবে এই সময়ে শেয়ার বাজারে বিনিয়োগ এড়িয়ে চলাই শ্রেয়। মনের মানুষকে প্রেমের প্রস্তাব দিতে পারেন।
মীন রাশি: মীন রাশিতে বুধের প্রবেশ ব্যবসায়ীদের জন্য লাভদায়ক হবে। যদিও অনেকেই এঁদের ব্যবসায়িক সিদ্ধান্তগুলিকে ‘অদ্ভুত’ বলে মনে করতেই পারেন। কথার মাধ্যমেই কাজ হাসিল হবে। বিয়ে পাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যাঁরা প্রেমের সম্পর্কে রয়েছেন, তাঁদের সেই সম্পর্কের অগ্রগতি ঘটবে। (প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)