Blood Moon Chandra Grahan: রবিবার আকাশে লাল টকটকে চাঁদ, ৫ ঘণ্টা ২৭ মিনিটের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, কেন বদলাবে রং? কলকাতায় কখন দেখা যাবে 'ব্লাড মুন'?

Last Updated:
Blood Moon Chandra Grahan: ৭ সেপ্টেম্বর ভারতীয় সময়ে রাত ১১টা থেকে ৮ সেপ্টেম্বর রাত ১২টা ২২ মিনিট পর্যন্ত প্রায় ৮২ মিনিট সময় ধরে চলবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।
1/8
৭ সেপ্টেম্বর, রবিবারের রাত। রাত ৮টা ৫৮ মিনিট থেকে ধীরে ধীরে ফ্যাকাশে হতে থাকবে চাঁদ। তারপর ধীরে ধীরে লালচে হবে পৃথিবীর একমাত্র উপগ্রহ।
৭ সেপ্টেম্বর, রবিবারের রাত। রাত ৮টা ৫৮ মিনিট থেকে ধীরে ধীরে ফ্যাকাশে হতে থাকবে চাঁদ। তারপর ধীরে ধীরে লালচে হবে পৃথিবীর একমাত্র উপগ্রহ।
advertisement
2/8
৭ সেপ্টেম্বর ভারতীয় সময়ে রাত ১১টা থেকে ৮ সেপ্টেম্বর রাত ১২টা ২২ মিনিট পর্যন্ত প্রায় ৮২ মিনিট সময় ধরে চলবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। সে সময় চাঁদ যেহেতু মধ্যগগনে থাকবে, তাই ভারত থেকে গ্রহণের চাঁদকে ততটা লাল না-ও দেখাতে পারে।
৭ সেপ্টেম্বর ভারতীয় সময়ে রাত ১১টা থেকে ৮ সেপ্টেম্বর রাত ১২টা ২২ মিনিট পর্যন্ত প্রায় ৮২ মিনিট সময় ধরে চলবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। সে সময় চাঁদ যেহেতু মধ্যগগনে থাকবে, তাই ভারত থেকে গ্রহণের চাঁদকে ততটা লাল না-ও দেখাতে পারে।
advertisement
3/8
রবিবার যখন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চলবে, তখন ভারতে মধ্যরাত। ভারত থেকে চাঁদকে সবচেয়ে বেশি লাল দেখাবে রবিবার রাত ১১টা ৪২ মিনিট নাগাদ।
রবিবার যখন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চলবে, তখন ভারতে মধ্যরাত। ভারত থেকে চাঁদকে সবচেয়ে বেশি লাল দেখাবে রবিবার রাত ১১টা ৪২ মিনিট নাগাদ।
advertisement
4/8
ভারতের প্রায় সব শহর থেকেই দেখা যাবে। কলকাতা, দিল্লি, মুম্বই, পুণে, লখনউ, হায়দরাবাদ, চণ্ডীগড় থেকে স্পষ্ট এই গ্রহণ দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া অবশ্যই অনুকূল থাকতে হবে।
ভারতের প্রায় সব শহর থেকেই দেখা যাবে। কলকাতা, দিল্লি, মুম্বই, পুণে, লখনউ, হায়দরাবাদ, চণ্ডীগড় থেকে স্পষ্ট এই গ্রহণ দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া অবশ্যই অনুকূল থাকতে হবে।
advertisement
5/8
চাঁদ এবং সূর্যের ঠিক মাঝখানে পৃথিবী চলে এলে, তখন তার ছায়া পড়ে চাঁদে। সে সময় হয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। চাঁদ পুরোপুরি কালো কিন্তু হয় না। বদলে লাল হয়ে ওঠে।
চাঁদ এবং সূর্যের ঠিক মাঝখানে পৃথিবী চলে এলে, তখন তার ছায়া পড়ে চাঁদে। সে সময় হয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। চাঁদ পুরোপুরি কালো কিন্তু হয় না। বদলে লাল হয়ে ওঠে।
advertisement
6/8
গ্রহণের সময়ে চাঁদ পৃথিবীর ছায়ায় প্রবেশ করে। তাই আমরা ভাবতেই পারি, চাঁদ কালো রঙের হবে। কিন্তু তা হয় না। কারণ, পৃথিবীর বায়ুমণ্ডল যখন সূর্যের আলো গ্রহণ করে (তার মধ্যে দিয়ে যখন সেই রশ্মি প্রতিসরিত হয়), তখন সূর্যরশ্মির লাল অংশ কম পরিমাণে প্রতিসরিত হয় এবং তা চাঁদের উপরে গিয়ে পড়ে।
গ্রহণের সময়ে চাঁদ পৃথিবীর ছায়ায় প্রবেশ করে। তাই আমরা ভাবতেই পারি, চাঁদ কালো রঙের হবে। কিন্তু তা হয় না। কারণ, পৃথিবীর বায়ুমণ্ডল যখন সূর্যের আলো গ্রহণ করে (তার মধ্যে দিয়ে যখন সেই রশ্মি প্রতিসরিত হয়), তখন সূর্যরশ্মির লাল অংশ কম পরিমাণে প্রতিসরিত হয় এবং তা চাঁদের উপরে গিয়ে পড়ে।
advertisement
7/8
অন্য দিকে, সূর্যরশ্মির নীল অংশটি চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। তাই চাঁদকে গ্রহণের সময়ে গাঢ় কালচে লাল দেখা যায়। কিন্তু কখনও কালো দেখায় না। চাঁদের উদয় বা অস্ত হচ্ছে (দিগন্তের কাছাকাছি থাকলে), এমন সময় গ্রহণ হলে, তখন তাকে সবচেয়ে বেশি লাল দেখায়।
অন্য দিকে, সূর্যরশ্মির নীল অংশটি চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। তাই চাঁদকে গ্রহণের সময়ে গাঢ় কালচে লাল দেখা যায়। কিন্তু কখনও কালো দেখায় না। চাঁদের উদয় বা অস্ত হচ্ছে (দিগন্তের কাছাকাছি থাকলে), এমন সময় গ্রহণ হলে, তখন তাকে সবচেয়ে বেশি লাল দেখায়।
advertisement
8/8
কারণ, সে সময় আবহাওয়া মণ্ডলের মধ্যে দিয়ে সূর্যের আলোকে অনেকটা ভ্রমণ করতে হয়। চাঁদ মাথার উপরে থাকার সময়ে গ্রহণ হলে, তাকে প্রকট লালচে কালো নাও দেখা যেতে পারে।
কারণ, সে সময় আবহাওয়া মণ্ডলের মধ্যে দিয়ে সূর্যের আলোকে অনেকটা ভ্রমণ করতে হয়। চাঁদ মাথার উপরে থাকার সময়ে গ্রহণ হলে, তাকে প্রকট লালচে কালো নাও দেখা যেতে পারে।
advertisement
advertisement
advertisement