Viswakarma Puja Vastu Eating Tips: বুধবার ভাদ্র সংক্রান্তিতে মনসা পুজো ও বিশ্বকর্মা পুজো! দাঁতে কাটবেন না এই ৫ সবজি ও ৪ শাক! অভাব অনটন অসুস্থতায় ছারখার সংসার! লন্ডভন্ড জীবন!

Last Updated:
Bhadra Sankranti Vastu Eating Tips: জ্যোতিষশাস্ত্রে গুরুত্বপূর্ণ অন্যান্য দিনের মতো ভাদ্র সংক্রান্তিতেও কিছু পালনীয় নিয়ম ও আহারবিধি আছে৷ মনে করা হয় সেগুলি পালন করলে সংসারে সুখ শান্তি ও শ্রী বৃদ্ধি হবে৷ লঙ্ঘন করলে সংসারে নেমে আসবে অভাব অনটন এবং দুঃস্বপ্নের কালো ছায়া৷
1/10
এ বছর ভাদ্র সংক্রান্তি পড়েছে ১৭ সেপ্টেম্বর, বুধবার৷ সেদিনই ভাদ্র মাস শেষ হবে৷ ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে আশ্বিন মাস৷ জ্যোতিষশাস্ত্রে এই তিথি তথা দিনের গুরুত্ব ও মাহাত্ম্য গভীর৷
এ বছর ভাদ্র সংক্রান্তি পড়েছে ১৭ সেপ্টেম্বর, বুধবার৷ সেদিনই ভাদ্র মাস শেষ হবে৷ ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে আশ্বিন মাস৷ জ্যোতিষশাস্ত্রে এই তিথি তথা দিনের গুরুত্ব ও মাহাত্ম্য গভীর৷
advertisement
2/10
জ্যোতিষশাস্ত্রে গুরুত্বপূর্ণ অন্যান্য দিনের মতো ভাদ্র সংক্রান্তিতেও কিছু পালনীয় নিয়ম ও আহারবিধি আছে৷ মনে করা হয় সেগুলি পালন করলে সংসারে সুখ শান্তি ও শ্রী বৃদ্ধি হবে৷ লঙ্ঘন করলে সংসারে নেমে আসবে অভাব অনটন এবং দুঃস্বপ্নের কালো ছায়া৷ বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত কল্কি রাম।
জ্যোতিষশাস্ত্রে গুরুত্বপূর্ণ অন্যান্য দিনের মতো ভাদ্র সংক্রান্তিতেও কিছু পালনীয় নিয়ম ও আহারবিধি আছে৷ মনে করা হয় সেগুলি পালন করলে সংসারে সুখ শান্তি ও শ্রী বৃদ্ধি হবে৷ লঙ্ঘন করলে সংসারে নেমে আসবে অভাব অনটন এবং দুঃস্বপ্নের কালো ছায়া৷ বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত কল্কি রাম।
advertisement
3/10
অন্যান্য বছরের মতো এ বারও ভাদ্র সংক্রান্তিতে পালিত হবে বিশ্বকর্মা পুজো। তাছাড়া এ বছর একই দিনে পড়েছে ইন্দিরা একাদশী। তাই একাদশী তিথির পালনীয় আচারও অনুসরণ করতে হবে।
অন্যান্য বছরের মতো এ বারও ভাদ্র সংক্রান্তিতে পালিত হবে বিশ্বকর্মা পুজো। তাছাড়া এ বছর একই দিনে পড়েছে ইন্দিরা একাদশী। তাই একাদশী তিথির পালনীয় আচারও অনুসরণ করতে হবে।
advertisement
4/10
অনেক বাড়িতে এই দিনে মনসাপুজো এবং অরন্ধন রীতি পালিত হয়। আগের দিন রাঁধা খাবার খেতে হয় এই দিনে। যাঁরা এই রীতিগুলি পালন করবেন, তাঁদের জন্য তো বিশেষ আহারবিধি আছেই। কিন্তু যাঁরা কোনও পার্বণ পালন করছেন না, তাঁরাও মেনে চলুন আহার বিধি। এতেই সাংসারিক ও পারিবারিক কল্যাণ বলে মনে করা হয়।
অনেক বাড়িতে এই দিনে মনসাপুজো এবং অরন্ধন রীতি পালিত হয়। আগের দিন রাঁধা খাবার খেতে হয় এই দিনে। যাঁরা এই রীতিগুলি পালন করবেন, তাঁদের জন্য তো বিশেষ আহারবিধি আছেই। কিন্তু যাঁরা কোনও পার্বণ পালন করছেন না, তাঁরাও মেনে চলুন আহার বিধি। এতেই সাংসারিক ও পারিবারিক কল্যাণ বলে মনে করা হয়।
advertisement
5/10
ভাদ্র সংক্রান্তিতে বিশ্বকর্মা পুজো ও মনসাপুজোর দিন এড়িয়ে চলুন আমিষ আহার। চেষ্টা করুন নিরামিষ সাত্ত্বিক আহার গ্রহণ করতে। ভুলেও ছোঁবেন না নেশাজাতীয় কোনও জিনিস।
ভাদ্র সংক্রান্তিতে বিশ্বকর্মা পুজো ও মনসাপুজোর দিন এড়িয়ে চলুন আমিষ আহার। চেষ্টা করুন নিরামিষ সাত্ত্বিক আহার গ্রহণ করতে। ভুলেও ছোঁবেন না নেশাজাতীয় কোনও জিনিস।
advertisement
6/10
ভাদ্র সংক্রান্তিতে দাঁতেও কাটবেন না প‍ঞ্চশস্য। বিশেষ করে উপোস করলে ভাত বা রুটি খাবেন না। গ্রহণ করুন নিরামিষ সাত্ত্বিক আহার।
ভাদ্র সংক্রান্তিতে দাঁতেও কাটবেন না প‍ঞ্চশস্য। বিশেষ করে উপোস করলে ভাত বা রুটি খাবেন না। গ্রহণ করুন নিরামিষ সাত্ত্বিক আহার।
advertisement
7/10
বেগুন, মুলো, শিম, মটরশুঁটি, লাউয়ের মতো সবজি খাবেন না ভাদ্র সংক্রান্তিতে। মনে করা হয় এই দিন এই ৫ সবজি খাওয়া অশুভ।
বেগুন, মুলো, শিম, মটরশুঁটি, লাউয়ের মতো সবজি খাবেন না ভাদ্র সংক্রান্তিতে। মনে করা হয় এই দিন এই ৫ সবজি খাওয়া অশুভ।
advertisement
8/10
 কলমি শাক, লাউ শাক, পুঁই শাক, লাল শাক এবং কোনও লাল রঙের খাবার এদিন রাখবেন না আহার্যে।
কলমি শাক, লাউ শাক, পুঁই শাক, লাল শাক এবং কোনও লাল রঙের খাবার এদিন রাখবেন না আহার্যে।
advertisement
9/10
কোনওরকম তিতো খাবার, মুসুরডাল, মাসকলাই মুখে তুলবেন না ভাদ্র সংক্রান্তিতে।
কোনওরকম তিতো খাবার, মুসুরডাল, মাসকলাই মুখে তুলবেন না ভাদ্র সংক্রান্তিতে।
advertisement
10/10
মরশুমি পরিস্থিতি, হাতের কাছে থাকা আহার্যের উপস্থিতি এই সব মিলিয়েই প্রাচীন কাল থেকে তৈরি হয় আহারবিধি। এর মূল লক্ষ্য শারীরিক সুস্থতা। তাতে সময়ে সঙ্গে সঙ্গে মিলে মিশে যায় অনুসসানের অনুষঙ্গ। ক্রমে সেটাই হয়ে দাঁড়ায় পালনীয় আহারবিধি। যুগে যুগে সেই বিধি পালন করা হয়ে আসছে পরিবারের কল্যাণ ও সংসারের মঙ্গলের কথা ভেবে।
মরশুমি পরিস্থিতি, হাতের কাছে থাকা আহার্যের উপস্থিতি এই সব মিলিয়েই প্রাচীন কাল থেকে তৈরি হয় আহারবিধি। এর মূল লক্ষ্য শারীরিক সুস্থতা। তাতে সময়ে সঙ্গে সঙ্গে মিলে মিশে যায় অনুসসানের অনুষঙ্গ। ক্রমে সেটাই হয়ে দাঁড়ায় পালনীয় আহারবিধি। যুগে যুগে সেই বিধি পালন করা হয়ে আসছে পরিবারের কল্যাণ ও সংসারের মঙ্গলের কথা ভেবে।
advertisement
advertisement
advertisement