Bhadra Rajyog 2025: নির্জলা একাদশীতে বুধের গোচর, শ্রী হরির কৃপায় চোখ ধাঁধাবে এই ৪ রাশির সৌভাগ্য! রাজার মতো জীবন চালাবে জাতকরা...
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Bhadra Rajyog 2025: আগামী ৬ জুন, ২০২৫ এ নির্জলা একাদশীতে বেশ কিছু রাশির জীবনে লাকি ফল দেবে, তার হদিশ দিচ্ছে রাশিফল। মেষ মিথুন ও সিংহ রাশির জীবনে সোনায় সোহাগা হবে
advertisement
advertisement
মেষঃ এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি আপনার পক্ষে যাবে। কেরিয়ারের দিক থেকে আসবে প্রগতি। কেরিয়ারে প্রমোশন আর বেতন বৃদ্ধি পাবে। যদি আপনি ব্যবসা করেন, তাহলে নতুন কোনও সওদা হতে পারে। তার ফলে আপনার পকেটে আসবে মুনাফা। কোনও গাড়ি বা বাড়ি কেনার ইচ্ছা থাকলে, তা পূরণ হতে পারে। এই সময়কাল আপনার জীবনে নতুন দিশা আনবে। আনবে সাফল্য।
advertisement
মিথুনঃ আর্থিক দিক থেকে আপনার লাভের অংশ বাড়তে থাকবে। এই সময় আপনার আমদানি হু হু করে বাড়বে। আপনার ব্যাঙ্ক ব্যাললেন্স আগের থেকে ভালো হতে থাকবে। সন্তানের দিক থেকে আপনি কোনও ভালো খবর শুনতে পারেন। সমাজে আপনার প্রতিষ্ঠা বাড়বে। বাড়বে মান সম্মান। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পাবেন। এই সময় সম্পর্ক আগের থেকে ভালর দিকে যাবে। সামাজিক সম্পর্কগুলো মজবুত করতে হলে এই সময় সেরা। ফলে এই সময় সম্পর্কের দিক থেকেও দিতে পারে স্বস্তি।
advertisement
সিংহঃ কেরিয়ারে বড় একটি ধাপের উন্নতি দেখতে পাবেন। আপনি পাবেন নতুন দায়িত্ব। আগামী দিনে উন্নতির রাস্তা বাড়বে। পুরনো বিনিয়োগ থেকে টাকা আসতে থাকবে। যার ফলে আপনার পেশাগত জীবনে হু হু করে আসবে লাভ। সম্পত্তির সঙ্গে জড়িত বিবাদ এবার মিটমাটের পছে যাবে। আপনার কেরিয়ার আর ধন সম্পত্তি বৃদ্ধিতে এই সময়কাল লাভদায়ক।