Bhadra Month Vastu Eating Tips: পড়েছে ভাদ্রমাস! একটু হলেও দাঁতে কাটুন এই ৩ ফল! ভুললেই রোগ ব্যাধি অভাবে হবেন সর্বস্বান্ত! ছিন্নভিন্ন জীবন সংসার!
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Bhadra Month Vastu Eating Tips: চরক সংহিতায় বলা হয়েছে এই মরশুমে পাচনতন্ত্রকে সুস্থ রাখার জন্য নির্দিষ্ট আহারবিধি পালন করতে হবে। কারণ এই সময়ে হজমের সমস্যা দেখা দেয়।
চলছে ভাদ্র মাস। বাংলা ক্যালেন্ডারের পঞ্চম মাসটিতে ঋতুবৈশিষ্ট্য এমন থাকে যে গ্রীষ্ম, বর্ষা এবং শরত-এই তিন ঋতুর ছোঁয়া পাওয়া যায়। কখনও চড়া রোদ উঠে কাঠফাটা গরম। আবার অন্য সময় হয়তো ঝমঝমিয়ে বৃষ্টি। ভোরবেলা মেলে হাল্কা শীতের পরশ। তাই এই সময়ে খাওয়া দাওয়ার বিষয়ে বিশেষ সতর্কতা নিতে হয়। নয়তো গ্রাস করে অসুস্থতা।
advertisement
এই সতর্কতা মাথায় রেখেই প্রাচীন কাল থেকে পালিত হয়ে আসছে আহারবিধি। আয়ুর্বেদ, কবিরাজি এবং জ্যোতিষশাস্ত্র মিলিয়ে পালিত হয় এই আহার তালিকা। বলা হয় এই আহারবিধি পালন না করলে এই মরশুমে রোগ ব্যাধি অবধারিত। অসুখে আক্রান্ত হলে অনেকটাই বেড়ে যায় খরচ। ফলে সংসারে দেখা দেয় অভাব। তাই সঙ্কট এড়াতে পালন করুন বিশেষ আহারবিধি। বলছেন আয়ুর্বেদিক বিশেষজ্ঞ দীক্ষা ভাভসর এবং জ্যোতিষ বিশেষজ্ঞ নন্দকিশোর মুদগল।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement