Saraswati Puja: সরস্বতী পুজোতে নিবেদন করুন এই ‘সাদা ফুল’! সাফল‍্য দরজায় কড়া নাড়বে, সংসারে উপচে পড়বে সুখ-সমৃদ্ধি

Last Updated:
Saraswati Puja 2025: দেওঘরের বিখ্যাত জ্যোতিষাচার্য পণ্ডিত নন্দকিশোর মুদগল জানালেন এইদিন দেবী সরস্বতীকে কোন ফুল নিবেদন করলে তাঁর বিশেষ আশীর্বাদ লাভ সম্ভব।
1/8
মাঘ মাসের পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর আরাধনা করা হয়। জ‍্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকেও এইদিনটি অত‍্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ‍্যার দেবীর আরাধনায় এইদিন মেতে উঠবে আট থেকে আশি সকলে।
মাঘ মাসের পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর আরাধনা করা হয়। জ‍্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকেও এইদিনটি অত‍্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ‍্যার দেবীর আরাধনায় এইদিন মেতে উঠবে আট থেকে আশি সকলে।
advertisement
2/8
বিশেষত পড়ুয়াদের জন‍্য এই দিনটি অত‍্যন্ত  গুরুত্বপূর্ণ। পড়ুয়ারা এইদিন দেবী সরস্বতীর কাছে অঞ্জলি দিয়ে থাকেন। জ‍্যোতিষশাস্ত্র মতে, পড়ুয়ারা পড়াশোনায় উন্নতি করতে চাইলে এইদিন বেশ কিছু নিয়ম পালন করা উচিত।
বিশেষত পড়ুয়াদের জন‍্য এই দিনটি অত‍্যন্ত গুরুত্বপূর্ণ। পড়ুয়ারা এইদিন দেবী সরস্বতীর কাছে অঞ্জলি দিয়ে থাকেন। জ‍্যোতিষশাস্ত্র মতে, পড়ুয়ারা পড়াশোনায় উন্নতি করতে চাইলে এইদিন বেশ কিছু নিয়ম পালন করা উচিত।
advertisement
3/8
দেওঘরের বিখ্যাত জ্যোতিষাচার্য পণ্ডিত নন্দকিশোর মুদগল জানালেন এইদিন দেবী সরস্বতীকে কোন ফুল নিবেদন করলে তাঁর বিশেষ আশীর্বাদ লাভ সম্ভব।
দেওঘরের বিখ্যাত জ্যোতিষাচার্য পণ্ডিত নন্দকিশোর মুদগল জানালেন এইদিন দেবী সরস্বতীকে কোন ফুল নিবেদন করলে তাঁর বিশেষ আশীর্বাদ লাভ সম্ভব।
advertisement
4/8
জ্যোতিষাচার্যের মতে, একটি ফুল দেবী সরস্বতীর চরণে নিবেদন করলে মনোস্কামনা পূর্ণ হয়। গৃহস্থদের জীবনে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়। মনের সমস্তরকমের বাসনা পূর্ণ হয়।
জ্যোতিষাচার্যের মতে, একটি ফুল দেবী সরস্বতীর চরণে নিবেদন করলে মনোস্কামনা পূর্ণ হয়। গৃহস্থদের জীবনে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়। মনের সমস্তরকমের বাসনা পূর্ণ হয়।
advertisement
5/8
জ‍্যোতিষবিদ আরও জানালেন, বসন্ত পঞ্চমীতে পুজোর দিনে মা সরস্বতীকে তাঁর প্রিয় ভোগ, ফুল, বস্ত্র অর্পণ করলে মা সরস্বতী অত্যন্ত প্রসন্ন হন। জ্ঞান, বুদ্ধি, শিক্ষার প্রাপ্তি হয়। পাশাপাশি গৃহস্থদের সংসাপে সুখ-সমৃদ্ধি আসে।
জ‍্যোতিষবিদ আরও জানালেন, বসন্ত পঞ্চমীতে পুজোর দিনে মা সরস্বতীকে তাঁর প্রিয় ভোগ, ফুল, বস্ত্র অর্পণ করলে মা সরস্বতী অত্যন্ত প্রসন্ন হন। জ্ঞান, বুদ্ধি, শিক্ষার প্রাপ্তি হয়। পাশাপাশি গৃহস্থদের সংসাপে সুখ-সমৃদ্ধি আসে।
advertisement
6/8
জ্যোতিষাচার্য জানিয়েছেন যে যদিও মা সরস্বতীকে সব রঙের ফুল অর্পণ করা যায়, কিন্তু যদি সাদা রঙের ফুল দেবীর বিশেষ প্রিয়। সাদা রঙের অন‍্যান‍্য ফুলের মধ‍্যে একটি বিশেষ ফুল অর্পণ করলে দেবী প্রসন্ন হন বলেই জানালেন তিনি।
জ্যোতিষাচার্য জানিয়েছেন যে যদিও মা সরস্বতীকে সব রঙের ফুল অর্পণ করা যায়, কিন্তু যদি সাদা রঙের ফুল দেবীর বিশেষ প্রিয়। সাদা রঙের অন‍্যান‍্য ফুলের মধ‍্যে একটি বিশেষ ফুল অর্পণ করলে দেবী প্রসন্ন হন বলেই জানালেন তিনি।
advertisement
7/8
তাঁর মতে, যদি সাদা ব্রহ্ম কমল ফুল দেবী সরস্বতীকে অর্পণ করা যায়, তাহলে তা খুবই শুভ। সাদা পদ্ম ফুল অর্পণ করাও ভাল। সাদা ব্রহ্ম কমল নিবেদনে মনোস্কামনা পূর্ণ হয় বলেই জানালেন জ‍্যোতিষবিদ।
তাঁর মতে, যদি সাদা ব্রহ্ম কমল ফুল দেবী সরস্বতীকে অর্পণ করা যায়, তাহলে তা খুবই শুভ। সাদা পদ্ম ফুল অর্পণ করাও ভাল। সাদা ব্রহ্ম কমল নিবেদনে মনোস্কামনা পূর্ণ হয় বলেই জানালেন জ‍্যোতিষবিদ।
advertisement
8/8
২০২৫ সালে, মাঘ পঞ্চমী তিথি ২ ফেব্রুয়ারি সকাল ০৯ টা ১৪ মিনিট থেকে শুরু হবে, যা পরের দিন অর্থাৎ ৩ ফেব্রুয়ারি সকাল ০৬ টা ৫২ মিনিট পর্যন্ত চলবে।

২০২৫ সালে, মাঘ পঞ্চমী তিথি ২ ফেব্রুয়ারি সকাল ০৯ টা ১৪ মিনিট থেকে শুরু হবে, যা পরের দিন অর্থাৎ ৩ ফেব্রুয়ারি সকাল ০৬ টা ৫২ মিনিট পর্যন্ত চলবে।(দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।)
advertisement
advertisement
advertisement