Astrology: আগামী সপ্তাহেই গুরু আদিত্য রাজযোগ! সুসময় শুরু এই ৫ রাশির! জীবন ভরবে মা লক্ষ্মীর আশীর্বাদে
- Published by:Sanchari Kar
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Astrology: মিথুন রাশিতে সূর্য এবং বৃহস্পতির একটা যোগ তৈরি হতে চলেছে। আর এটাই গুরু আদিত্য রাজযোগ নামে পরিচিত। বৃহস্পতি এবং সূর্যকে বন্ধু গ্রহ বলা হয়।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আগামী ১৫ জুন ২০২৫ তারিখে মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছেন সূর্য। এদিকে ওই রাশিতে ইতিমধ্যেই বিরাজ করছেন দেবগুরু বৃহস্পতি। ফলে মিথুন রাশিতে সূর্য এবং বৃহস্পতির একটা যোগ তৈরি হতে চলেছে। আর এটাই গুরু আদিত্য রাজযোগ নামে পরিচিত। বৃহস্পতি এবং সূর্যকে বন্ধু গ্রহ বলা হয়।
advertisement
এমনিতে জ্যোতিষশাস্ত্রে গুরু আদিত্য যোগকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই যোগের ফলে জাতক-জাতিকাদের জীবনে জ্ঞান, সম্পদ, খ্যাতি, সম্মান এবং সুখ ও সমৃদ্ধির আশীর্বাদ নেমে আসে। সেই কারণে সূর্য এবং বৃহস্পতির এই সংযোগ বা গুরু আদিত্য রাজযোগের ফলে উপকৃত হবেন বেশ কয়েকটি রাশির জাতক-জাতিকা। সেই সঙ্গে বেশ কয়েকটি রাশির জীবনে সুখ বর্ষণও হবে।
advertisement
বৃষ রাশি: গুরু আদিত্য যোগের কারণে শুভ ফলাফল লাভ করতে পারবেন বৃষ রাশির জাতক-জাতিকারা। তাঁদের জীবনে আর্থিক পরিস্থিতির অগ্রগতি হবে। এমনকী চাকরিজীবীদের বেতনবৃদ্ধি হওয়ার সম্ভাবনাও প্রবল। নতুন কাজ শুরু করতে পারবেন এই রাশির জাতক-জাতিকারা।
advertisement
সিংহ রাশি: গুরু আদিত্য যোগ সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য অগ্রগতির পথ খুলে দেবে। এই শুভ যোগ থেকে উপকৃত হবেন সিংহ রাশির জাতক-জাতিকারা। তাঁদের আর্থিক লাভের সম্ভাবনাও প্রবল। শুধু তা-ই নয়, সিংহ রাশির জাতক-জাতিকাদের ভাগ্যও সম্পূর্ণ রূপে সহায় থাকবে।
advertisement
কন্যা রাশি: গুরু আদিত্য যোগের কারণে কন্যা রাশির জাতক-জাতিকাদের ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পাবে। কোথাও তাঁদের টাকা আটকে থাকলে তা উদ্ধার করতে সক্ষম হবেন তাঁরা। যাঁরা বেকার বা চাকরি খুঁজছেন, তাঁরা এই সময় ভাল চাকরি পেতে পারেন। এর পাশাপাশি কন্যা রাশির জাতক-জাতিকাদের আর্থিক অবস্থা আগের তুলনায় অনেকটাই ভাল হবে।
advertisement
কুম্ভ রাশি: এই শুভ যোগ তৈরি হওয়ার কারণে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের আয় বৃদ্ধি পাবে। এই সময় তাঁদের সম্মানও অনেকটাই বাড়বে। আর স্বাস্থ্যও ভাল থাকবে। বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনদের কাছ থেকে এই রাশির জাতক-জাতিকারা প্রচুর সহায়তা পাবেন। কুম্ভ রাশির জাতক-জাতিকারা এই সময় পৈতৃক সম্পত্তি থেকে লাভবান হতে পারেন। তবে এই সময় তাঁদের আর্থিক ব্যয় বৃদ্ধি পেতে পারে।
advertisement