Shani Jayanti: শনি জয়ন্তীতে ভুল করেও এই কাজগুলি করবেন না, জীবনে চরম সংকট উপস্থিত হবে
- Published by:Salmali Das
- trending desk
Last Updated:
Shani Jayanti: শনি জয়ন্তী নিয়ে লোকমতে নানা বিশ্বাস রয়েছে। কথিত আছে শনি জয়ন্তীর দিন ভুল করেও তামসিক খাবার খাওয়া উচিত নয়।
শনি জয়ন্তী নিয়ে লোকমতে নানা বিশ্বাস রয়েছে। কথিত আছে শনি জয়ন্তীর দিন ভুল করেও তামসিক খাবার খাওয়া উচিত নয়। সহজ কথায় এই দিনে ভক্তদের আমিষ খাবার খাওয়া উচিত নয়, এছাড়াও এই দিনে অ্যালকোহল বা ধূমপানের মতো নেশাজাতীয় দ্রব্য একেবারেই ব্যবহার করা উচিত নয়। আমাদের দেশে এমন ধর্মীয় বিশ্বাস আছে যে, শনি জয়ন্তীতে যে ব্যক্তি এই জিনিসগুলি সেবন করে, তাদের জীবনে অভাব থেকেই যায়।
advertisement
আমাদের ধর্মগ্রন্থ অনুসারে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে জন্মগ্রহণ করেন শনিদেব। তাই এই দিনটিকে শনি জয়ন্তী বলা হয়। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি হিন্দুধর্মে বিশষ গুরুত্বপূর্ণ। হিন্দু ধর্মে শনিকে কর্মফলদাতা, ন্যায়দণ্ডাধিকারী হিসেবে বিবেচনা করা হয়। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে শনি জয়ন্তীর পাশাপাশি ফলহারিণী কালী পুজোও করা হয়।
advertisement
advertisement
advertisement
advertisement
এছাড়াও উরদের তৈরি কোনও কিছু খাবারও খাওয়া উচিত নয়। এতেও শনিদেব ভক্তদের ওপরে রেগে যান। শনি জয়ন্তীর দিন ভক্তদের ব্রহ্মচর্যের নিয়ম মেনে চলা উচিত। অমাবস্যা তিথির কারণে এই দিনে কোনও শুভ কাজ করা উচিত নয়। ( Disclaimer- উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷)