Astro Tips For Perfect Marriage: বারবার বিয়ের কথা হয়েও ভেঙে যাচ্ছে, এই অসুবিধা নেই তো কুষ্ঠিতে, মানুন জ্যোতিষীর পরামর্শ
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
Astro Tips For Perfect Marriage: যাদের বিয়ে হচ্ছে না, তাদের জন্য জ্যোতিষীর সুপরামর্শ...
বাড়িতে রয়েছে বিবাহযোগ্য পুত্র বা কন্যা। বারবার বিয়ের সম্বন্ধ করেও বিবাহ সম্পন্ন হচ্ছে না। তাহলে বুঝতে হবে এর পিছনে রয়েছে কোন কুণ্ডলী দোষ ! জ্যোতিষ শাস্ত্র মতে এই ধরনের দোষ থেকেও বেরিয়ে আসার উপায় রয়েছে। তাই হতাশ হবার কারণ নেই বরং সামান্য কয়েকটি পদক্ষেপ তা অনুসরণ করলেই খুব শীঘ্রই আসতে আসবে সুখবর।
advertisement
advertisement
advertisement
advertisement
বিবাহ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেতে ছয় মুখী রুদ্রাক্ষ পরা যেতে পারে। এতে আপনি সুবিধা পাবেন। সোমবার, যে কোনও অভাবীকে দেড় লিটার দুধ এবং ২০০ গ্রাম ছোলার ডাল দান করুন। ছেলে মেয়ে উভয়েই এতে প্রতিকার পেতে পারেন। ছেলে ও মেয়েকে প্রতি বৃহস্পতিবার স্নানের জলে সামান্য হলুদ মিশিয়ে স্নান করাতে হবে। বৃহস্পতিবার হলুদ জিনিস দান করুন। এমনকি এটি বিবাহের যোগকে দ্রুত করে তোলে
advertisement


