Ambubachi Eating Tips 2025 : রাত পোহালেই শুরু অম্বুবাচী! ভুলেও দাঁতে কাটবেন না এই ৫ খাবার! সংসারে আসবে অভাব দুর্ভাগ্য ও বিপর্যয়ের অশুভ কালো ছায়া

Last Updated:
Ambubachi Eating Tips 2025 : এই সময়কালের মধ্যে খাদ্য আচরণবিধির কিছু নিয়ম আছে৷
1/7
রবিবার থেকে শুরু আষাঢ় মাসের অন্যতম পার্বণ অম্বুবাচী৷ বর্ষাকালের এই পার্বণ উর্বরতার প্রতীক৷ প্রতি বছর ৭ আষাঢ় থেকে শুরু হয় এই ব্রত৷ রবিবার দুপুর ২.৫৭ মিনিটে অম্বুবাচীর প্রবৃত্তি বা শুরু৷ বুধবার, ২৫ জুন রাত ৩.২১ মিনিটে এই ব্রতর নিবৃত্তি বা সামপন৷ এই সময়কালের মধ্যে খাদ্য আচরণবিধির কিছু নিয়ম আছে৷
রবিবার থেকে শুরু আষাঢ় মাসের অন্যতম পার্বণ অম্বুবাচী৷ বর্ষাকালের এই পার্বণ উর্বরতার প্রতীক৷ প্রতি বছর ৭ আষাঢ় থেকে শুরু হয় এই ব্রত৷ রবিবার দুপুর ২.৫৭ মিনিটে অম্বুবাচীর প্রবৃত্তি বা শুরু৷ বুধবার, ২৫ জুন রাত ৩.২১ মিনিটে এই ব্রতর নিবৃত্তি বা সামপন৷ এই সময়কালের মধ্যে খাদ্য আচরণবিধির কিছু নিয়ম আছে৷
advertisement
2/7
যাঁরা এই ব্রত পালন করেন, তাঁরা অনেক কঠোর বিধিনিষেধের মধ্যে থাকেন এই ক’দিন৷ তবে যাঁরা পালন করেন না, তাঁদের জন্যেও কিছু নিয়মাবলী আছে৷ বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত কল্কি রাম৷
যাঁরা এই ব্রত পালন করেন, তাঁরা অনেক কঠোর বিধিনিষেধের মধ্যে থাকেন এই ক’দিন৷ তবে যাঁরা পালন করেন না, তাঁদের জন্যেও কিছু নিয়মাবলী আছে৷ বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত কল্কি রাম৷
advertisement
3/7
এই সময় শাকগ্রহণ করবেন না৷ অম্বুবাচীর সময় ধরিত্রী বা ভূমিকে আঘাত করা হয় না৷ তাই যে সব শাক মাটি থেকে টেনে তুলতে হয়, সেগুলি গ্রহণ করবেনই না৷ এই সময় কৃষিকাজও বন্ধ থাকে৷
এই সময় শাকগ্রহণ করবেন না৷ অম্বুবাচীর সময় ধরিত্রী বা ভূমিকে আঘাত করা হয় না৷ তাই যে সব শাক মাটি থেকে টেনে তুলতে হয়, সেগুলি গ্রহণ করবেনই না৷ এই সময় কৃষিকাজও বন্ধ থাকে৷
advertisement
4/7
অম্বুবাচী চলাকালীন দইও খাবেন না৷ প্রচলিত বিশ্বাস এ সময়ে দই খেলে শুক্র গ্রহের খারাপ প্রভাব পড়ে জীবনে৷ জীবন থেকে চলে যায় সুখ, সৌভাগ্য, বিলাসিতা৷
অম্বুবাচী চলাকালীন দইও খাবেন না৷ প্রচলিত বিশ্বাস এ সময়ে দই খেলে শুক্র গ্রহের খারাপ প্রভাব পড়ে জীবনে৷ জীবন থেকে চলে যায় সুখ, সৌভাগ্য, বিলাসিতা৷
advertisement
5/7
এই ব্রত চালাকালীন পান খাবেন না৷ জীবনে দুর্ভাগ্য নেমে আসে৷ নানা রকমের জ্বালা যন্ত্রণায় বিদ্ধ হয় জীবন৷
এই ব্রত চালাকালীন পান খাবেন না৷ জীবনে দুর্ভাগ্য নেমে আসে৷ নানা রকমের জ্বালা যন্ত্রণায় বিদ্ধ হয় জীবন৷
advertisement
6/7
 কোনওরকম তিতো জাতীয় জিনিসও এ সময় খাবেন না৷ মনে করা হয় অম্বুবাচীতে তিতো জাতীয় খাবার খেলে জীবনে তিক্ততা বাড়ে৷
কোনওরকম তিতো জাতীয় জিনিসও এ সময় খাবেন না৷ মনে করা হয় অম্বুবাচীতে তিতো জাতীয় খাবার খেলে জীবনে তিক্ততা বাড়ে৷
advertisement
7/7
নেশাজাতীয় জিনিসও এই দিনগুলিতে গ্রহণ করবেন না৷ মনে করা হয় এই বিধি পালন করলে জীবনে কোনও দুঃখ কষ্ট থাকে না৷ অন্যথায় সংসারে ও পরিবারে নেমে আসে দুর্ভোগ ও বিপর্যয়ের কালো ছায়া৷
নেশাজাতীয় জিনিসও এই দিনগুলিতে গ্রহণ করবেন না৷ মনে করা হয় এই বিধি পালন করলে জীবনে কোনও দুঃখ কষ্ট থাকে না৷ অন্যথায় সংসারে ও পরিবারে নেমে আসে দুর্ভোগ ও বিপর্যয়ের কালো ছায়া৷
advertisement
advertisement
advertisement