Akshay Tritiya 2025:অক্ষয়তৃতীয়ার দিন করে নিন আট কাজ, জীবনে সুখ সমৃদ্ধি অক্ষয় থাকবে
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
আগামিকাল, বুধবার অক্ষয়তৃতীয়া। এই দিন বাড়িতে নানা ধরনের শুভ কাজ করা হয়। অক্ষয় শব্দের অর্থ হল অটুট বা অক্ষত, অর্থাৎ যার কোনও ক্ষয় হয় না তাকেই অক্ষয় বলা হয়।
৩০ এপ্রিল, বুধবার অক্ষয়তৃতীয়া। এই দিন বাড়িতে নানা ধরনের শুভ কাজ করা হয়। অক্ষয় শব্দের অর্থ হল অটুট বা অক্ষত, অর্থাৎ যার কোনও ক্ষয় হয় না তাকেই অক্ষয় বলা হয়। তাই মনে করা হয়, এই দিন কোনও কাজ শুরু করলে সেই কাজটির কোনও ক্ষয় হবে না। সেটি মেনে এই দিন অনেকেই নানা শুভ কাজ শুরু করে থাকেন। জ্যোতিষশাস্ত্র মতে এমন কিছু টোটকা রয়েছে যা এই দিন পালন করলে খুবই উপকার পাওয়া যায়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
অক্ষয়তৃতীয়ার দিন বাড়িতে গোটা ধনে কিনে এনে মা লক্ষ্মীদেবীর সামনে রেখে পুজো করুন। পরের দিন সেই ধনেটা দু’ভাগে ভাগ করে নিয়ে, এক ভাগ লাল কাপড়ে মুড়ে টাকা রাখার জায়গায় রেখে দিন, বাকিটা বাড়িতে কোনও পরিষ্কার স্থানে পুঁতে দিন।এই দিন কয়েকটা জিনিস কেনা খুবই শুভ বলে মনে করা হয়। যেমন সৈন্ধব লবণ, তুলো, সাদা সর্ষে, কড়ি। মাটির যে কোনও পাত্র বা মাটির প্রদীপ কিনে এনেও বাড়িতে জ্বালাতে পারেন। তবে এই কয়েকটা জিনিসের মধ্যে সাদা সর্ষে এবং সৈন্ধব লবণটা খাওয়া যাবে না। এগুলো কিনে এনে বাড়িতে রেখে দিতে হবে।
advertisement
advertisement