Akshay Tritiya 2025:অক্ষয়তৃতীয়ার দিন করে নিন আট কাজ, জীবনে সুখ সমৃদ্ধি অক্ষয় থাকবে

Last Updated:
আগামিকাল, বুধবার অক্ষয়তৃতীয়া। এই দিন বাড়িতে নানা ধরনের শুভ কাজ করা হয়। অক্ষয় শব্দের অর্থ হল অটুট বা অক্ষত, অর্থাৎ যার কোনও ক্ষয় হয় না তাকেই অক্ষয় বলা হয়।
1/8
এই বিশেষ পু্ণ্যতিথির জন্য রয়েছে এক বিশেষ জ্যোতিষ টোটকা৷ পালন করলে জীবনে সুখ-শান্তি-অর্থের অভাব হবে না৷ বলছেন জ্যোতিষ বিশারদ হিতেন্দ্র তিওয়ারি৷
৩০ এপ্রিল, বুধবার অক্ষয়তৃতীয়া। এই দিন বাড়িতে নানা ধরনের শুভ কাজ করা হয়। অক্ষয় শব্দের অর্থ হল অটুট বা অক্ষত, অর্থাৎ যার কোনও ক্ষয় হয় না তাকেই অক্ষয় বলা হয়। তাই মনে করা হয়, এই দিন কোনও কাজ শুরু করলে সেই কাজটির কোনও ক্ষয় হবে না। সেটি মেনে এই দিন অনেকেই নানা শুভ কাজ শুরু করে থাকেন। জ্যোতিষশাস্ত্র মতে এমন কিছু টোটকা রয়েছে যা এই দিন পালন করলে খুবই উপকার পাওয়া যায়।
advertisement
2/8
বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া৷ এ বছর এই তিথি পালিত হবে বুধবার, ৩০ এপ্রিল৷ প্রচলিত বিশ্বাস, এই তিথিতে যা শুভ কাজ করবেন, তার পুণ্যফল লাভ করবেন জীবনভর৷
আগামিকাল, বুধবার অক্ষয়তৃতীয়া। এই দিন বাড়িতে নানা ধরনের শুভ কাজ করা হয়। অক্ষয় শব্দের অর্থ হল অটুট বা অক্ষত, অর্থাৎ যার কোনও ক্ষয় হয় না তাকেই অক্ষয় বলা হয়।
advertisement
3/8
‘অক্ষয় যোগ’ একটি অত্যন্ত দুর্লভ কিন্তু মহাশুভ যোগ। এর অর্থ এমন এক শুভ সময়, যার প্রভাব কখনও ক্ষয় হয় না। অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে এই যোগ তৈরি হওয়ায় এর শুভফল বহুগুণে বৃদ্ধি পাবে। বিশ্বাস করা হয়, এই সময়কালে অর্জিত পুণ্য ও সাফল্য আজীবন বজায় থাকে।
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, এই দিন কোনও কাজ শুরু করলে সেই কাজটির কোনও ক্ষয় হবে না। সেটি মেনে এই দিন অনেকেই নানা শুভ কাজ শুরু করে থাকেন। জ্যোতিষশাস্ত্র মতে এমন কিছু টোটকা রয়েছে যা এই দিন পালন করলে খুবই উপকার পাওয়া যায়।
advertisement
4/8
অক্ষয় তৃতীয়া পালিত হবে এই শুভ সময়ে - বৈদিক ক্যালেন্ডার অনুসারে, ২০২৫ সালে, বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি ২৯ এপ্রিল বিকেল ৪.২৯ মিনিটে শুরু হচ্ছে এবং তৃতীয়া তিথি পরের দিন অর্থাৎ ৩০ এপ্রিল বিকেল ৩.১১ মিনিটে শেষ হচ্ছে। শুক্লপক্ষে উদয়তিথি পালিত হয়। অতএব, উদয়তিথি অনুসারে, অক্ষয় তৃতীয়া শুধুমাত্র ৩০ এপ্রিল পালিত হবে।
অক্ষয়তৃতীয়ার দিন সম্ভব হলে বাড়িতে আমপাতার চেন বা মালা তৈরি করে ঝুলিয়ে দিন। এই কাজটা সকালে স্নান করার পর করতে হবে। বাড়ির প্রধান দরজায় ঝোলাতে পারেন। সম্ভব হলে বাড়ির প্রত্যেকটা দরজাতেও ঝোলানো পারেন, খুবই ভাল ফল পাবেন।
advertisement
5/8
ভেজাল খাবারের রমরমা চারিদিকে। সবজি-ফল-প্যাকেটজাত খাবার-- সবেতেই ভেজাল মিশে থাকার আশঙ্কা রয়েইছে। কীভাবে বুঝবেন আপনিও বাড়িতে ভেজাল দুধই খাচ্ছেন ও খাওয়াচ্ছেন?
এই দিন সকালে কাঁচা দুধ এবং গঙ্গাজল একসঙ্গে মিশিয়ে বাড়ির সদর দরজায় ছিটিয়ে দিতে হবে এবং একটা নতুন কাপড় দিয়ে দরজা মুছে দিতে হবে।এই দিন কোনও বয়স্ক পুরোহিতকে হলুদ বস্ত্র বা হলুদ রুমাল দান করুন।
advertisement
6/8
 অক্ষয়তৃতীয়ার দিন বাড়িতে গোটা ধনে কিনে এনে মা লক্ষ্মীদেবীর সামনে রেখে পুজো করুন। পরের দিন সেই ধনেটা দু’ভাগে ভাগ করে নিয়ে, এক ভাগ লাল কাপড়ে মুড়ে টাকা রাখার জায়গায় রেখে দিন, বাকিটা বাড়িতে কোনও পরিষ্কার স্থানে পুঁতে দিন।<br />এই দিন কয়েকটা জিনিস কেনা খুবই শুভ বলে মনে করা হয়। যেমন সৈন্ধব লবণ, তুলো, সাদা সর্ষে, কড়ি। মাটির যে কোনও পাত্র বা মাটির প্রদীপ কিনে এনেও বাড়িতে জ্বালাতে পারেন। তবে এই কয়েকটা জিনিসের মধ্যে সাদা সর্ষে এবং সৈন্ধব লবণটা খাওয়া যাবে না। এগুলো কিনে এনে বাড়িতে রেখে দিতে হবে।
অক্ষয়তৃতীয়ার দিন বাড়িতে গোটা ধনে কিনে এনে মা লক্ষ্মীদেবীর সামনে রেখে পুজো করুন। পরের দিন সেই ধনেটা দু’ভাগে ভাগ করে নিয়ে, এক ভাগ লাল কাপড়ে মুড়ে টাকা রাখার জায়গায় রেখে দিন, বাকিটা বাড়িতে কোনও পরিষ্কার স্থানে পুঁতে দিন।এই দিন কয়েকটা জিনিস কেনা খুবই শুভ বলে মনে করা হয়। যেমন সৈন্ধব লবণ, তুলো, সাদা সর্ষে, কড়ি। মাটির যে কোনও পাত্র বা মাটির প্রদীপ কিনে এনেও বাড়িতে জ্বালাতে পারেন। তবে এই কয়েকটা জিনিসের মধ্যে সাদা সর্ষে এবং সৈন্ধব লবণটা খাওয়া যাবে না। এগুলো কিনে এনে বাড়িতে রেখে দিতে হবে।
advertisement
7/8
*পুরনো স্বর্ণ এক্সচেঞ্জ/বাই-ব্যাক খরচঃ যখন কেউ পুরানো সোনা বিনিময় বা বিক্রি করতে যায়, তখন অনেক ব্যবসায়ী ১০-১৫% অবমূল্যায়ন করে, বলা হয় বিশুদ্ধতা হ্রাস পেয়েছে। সেই কারণেই নতুন সোনা কেনার আগে সেই গয়না বা দোকানের বাই-ব্যাক পলিসি সম্পর্কে স্পষ্ট করে জানতে হবে। পুরানো সোনাকে ১০০% মূল্য দেয় এমন দোকানগুলি খুঁজে নিন এবং তা পরিবর্তন করুন।
এই দিন সম্ভব হলে রান্নাঘরের জন্য কেশর, হলুদের গাঁট, বেসন এবং ছোলার ডাল কিনে আনুন।এই দিন রুপো বা সোনার জিনিস কেনাও খুবই শুভ বলে মানা হয়।সিঁথির সিঁদুর অক্ষয় রাখতে বিবাহিত মহিলারা এই দিন পাঁচ জন বিবাহিত মহিলাকে আলতা এবং সিঁদুর দান করুন।
advertisement
8/8
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement