Agrahayan Vastu Tips for Money: আজ অগ্রহায়ণের বৃহস্পতিবার! বাড়ির সদর দরজায় ছোট্ট কাজেই কেল্লা ফতে! কুনজর কেটে ভাসবেন সুখশান্তি অর্থবৃষ্টিতে

Last Updated:
Agrahayan Vastu Tips for Money: অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবার কিছু রীতি পালন করতে হয়৷ বলা হয় এর ফলে সংসারে মা লক্ষ্মীর আসন চিরস্থায়ী হয়৷ সুখশান্তি, সৌভাগ্য, অর্থ উপচে পড়ে বাড়িতে
1/9
চলছে অগ্রহায়ণ বা অঘ্রাণ মাস৷ মৃগশিরা নক্ষত্র থেকে এই মাসের নাম মার্গশীর্ষ৷ প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই মাস ভগবান শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়৷ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই মাসে কিছু টোটকা পালন করলে সংসার থেকে সব বাস্তুদোষ দূর হয়৷ আসে অর্থসুখ৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ পণ্ডিত কল্কি রাম৷
চলছে অগ্রহায়ণ বা অঘ্রাণ মাস৷ মৃগশিরা নক্ষত্র থেকে এই মাসের নাম মার্গশীর্ষ৷ প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই মাস ভগবান শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়৷ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই মাসে কিছু টোটকা পালন করলে সংসার থেকে সব বাস্তুদোষ দূর হয়৷ আসে অর্থসুখ৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ পণ্ডিত কল্কি রাম৷
advertisement
2/9
অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবার কিছু রীতি পালন করতে হয়৷ বলা হয় এর ফলে সংসারে মা লক্ষ্মীর আসন চিরস্থায়ী হয়৷ সুখশান্তি, সৌভাগ্য, অর্থ উপচে পড়ে বাড়িতে৷
অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবার কিছু রীতি পালন করতে হয়৷ বলা হয় এর ফলে সংসারে মা লক্ষ্মীর আসন চিরস্থায়ী হয়৷ সুখশান্তি, সৌভাগ্য, অর্থ উপচে পড়ে বাড়িতে৷
advertisement
3/9
আতপচাল এবং গুড়ের পায়েস বানিয়ে নিবেদন করুন মা লক্ষ্মীকে৷ এই তিথিতে অত্যন্ত শুভ বলে মনে করা হয়৷ নিবেদন করতে পারেন পান এবং সুপুরিও৷
আতপচাল এবং গুড়ের পায়েস বানিয়ে নিবেদন করুন মা লক্ষ্মীকে৷ এই তিথিতে অত্যন্ত শুভ বলে মনে করা হয়৷ নিবেদন করতে পারেন পান এবং সুপুরিও৷
advertisement
4/9
দশকর্মা ভান্ডার থেকে কিনুন কড়ি৷ তার পর সেগুলি গঙ্গাজলে ধুয়ে রাখুন মা লক্ষ্মীর চরণে৷ সংসার থেকে বিদায় নেবে অভাবের কালো ছায়া৷
দশকর্মা ভান্ডার থেকে কিনুন কড়ি৷ তার পর সেগুলি গঙ্গাজলে ধুয়ে রাখুন মা লক্ষ্মীর চরণে৷ সংসার থেকে বিদায় নেবে অভাবের কালো ছায়া৷
advertisement
5/9
অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবার ভোরে বাড়িঘর ভাল করে পরিষ্কার করে নিন৷ তার পর স্নান সেরে মা লক্ষ্মীর চরণে পদ্মফুল বা পদ্মবীজ নিবেদন করা খুবই শুভ৷ এতে অলক্ষ্মী বিদায় নিয়ে বাড়িতে অধিষ্ঠান করেন মা লক্ষ্মী৷
অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবার ভোরে বাড়িঘর ভাল করে পরিষ্কার করে নিন৷ তার পর স্নান সেরে মা লক্ষ্মীর চরণে পদ্মফুল বা পদ্মবীজ নিবেদন করা খুবই শুভ৷ এতে অলক্ষ্মী বিদায় নিয়ে বাড়িতে অধিষ্ঠান করেন মা লক্ষ্মী৷
advertisement
6/9
এক ঘটি জলে মিশিয়ে নিন এক চিমটে হলুদ৷ তার পর সকালে সেটি ছড়িয়ে দিন বাড়ির সদর দরজায়৷ এই রীতি পালন করুন অগ্রহায়ণ মাসের প্রতিদিন৷
এক ঘটি জলে মিশিয়ে নিন এক চিমটে হলুদ৷ তার পর সকালে সেটি ছড়িয়ে দিন বাড়ির সদর দরজায়৷ এই রীতি পালন করুন অগ্রহায়ণ মাসের প্রতিদিন৷
advertisement
7/9
পরিষ্কার রাখুন বাড়ির সদর দরজা বা মূল প্রবেশদ্বার৷ কোনওরকম নোংরা রাখবেন না সেখানে৷ দরজার পাশে চটিজুতো এবং ডাস্টবিন রাখবেন না৷
পরিষ্কার রাখুন বাড়ির সদর দরজা বা মূল প্রবেশদ্বার৷ কোনওরকম নোংরা রাখবেন না সেখানে৷ দরজার পাশে চটিজুতো এবং ডাস্টবিন রাখবেন না৷
advertisement
8/9
সদর দরজায় যাতে পর্যাপ্ত আলো থাকে, সেদিকে খেয়াল রাখুন৷ সন্ধ্যায় দরজার দু’পাশে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন৷ চালের গুঁড়ো ভিজিয়ে রেখে মা লক্ষ্মীর পায়ের আলপনা এঁকে দিন৷ সংসার থেকে দূর হবে অশান্তি কলহ৷
সদর দরজায় যাতে পর্যাপ্ত আলো থাকে, সেদিকে খেয়াল রাখুন৷ সন্ধ্যায় দরজার দু’পাশে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন৷ চালের গুঁড়ো ভিজিয়ে রেখে মা লক্ষ্মীর পায়ের আলপনা এঁকে দিন৷ সংসার থেকে দূর হবে অশান্তি কলহ৷
advertisement
9/9
কড়িতে সিঁদুর লাগিয়ে নিবেদন করুন মা লক্ষ্মীর পায়ে৷ পুজোর পর সেগুলি লাল শালুতে মুড়ে টাঙিয়ে দিন বাড়ির সদর দরজায়৷ তাহলে বাড়িতে অশুভ কিছু প্রবেশ করবে না৷ কেটে যাবে কুনজর৷
কড়িতে সিঁদুর লাগিয়ে নিবেদন করুন মা লক্ষ্মীর পায়ে৷ পুজোর পর সেগুলি লাল শালুতে মুড়ে টাঙিয়ে দিন বাড়ির সদর দরজায়৷ তাহলে বাড়িতে অশুভ কিছু প্রবেশ করবে না৷ কেটে যাবে কুনজর৷
advertisement
advertisement
advertisement