Eclipses in 2026: ২০২৬ সালে দু'বার সূর্যগ্রহণ, দু'বার চন্দ্রগ্রহণের মহাযোগ...! আজই জানুন গ্রহণের তারিখ, সময়, সূতক কাল বিস্তারিত
- Published by:Shubhagata Dey
Last Updated:
All Eclipses in 2026: ২০২৬ সালে মোট চারটি গ্রহণ হবে। তার মধ্যে দুটি সূর্যগ্রহণ এবং দুটি চন্দ্রগ্রহণ অন্তর্ভুক্ত। সূর্যগ্রহণ সর্বদা পূর্ণিমার দিনে ঘটে। ২০২৬ সালে যে দুটি সূর্যগ্রহণ ঘটবে তা বলয়াকার।
*২০২৬ সালের কোন কোন তারিখে সূর্যগ্রহণ? কবে পড়ছে চন্দ্রগ্রহণ? তা নিয়ে মানুষের মনে প্রশ্নের শেষ নেই। ২০২৫ সালে যেমন দেশের বিভিন্ন জায়গা থেকে গ্রহণ দেখা গিয়েছিল, তেমনই ২০২৬ সালের একটি গ্রহণও কি ভারত থেকে দৃশ্যমান হবে? সূর্য বা চন্দ্রগ্রহণ ধর্মীয় এবং আধ্যাত্মিকভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। তবে বিজ্ঞান এগুলিকে একটি সাধারণ জ্যোতির্বিদ্যাগত ঘটনা বলে মনে করে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement








