Alipurduar News: বাঘের পর এবারে বক্সা জঙ্গলে দেখা মিলল 'ক্লাউডেড লেপার্ড'... সামনে এল তার ছবি
- Reported by:Annanya Dey
- local18
- Published by:Rachana Majumder
Last Updated:
রয়্যাল বেঙ্গল টাইগারের পর বক্সা জঙ্গলের ট্র্যাপ ক্যামেরায় দেখা মিলল ক্লাউডেড লেপার্ডের। যা দেখে দ্বিগুণ আনন্দিত বক্সা কর্তৃপক্ষ। ক্লাউডেড লেপার্ড একটি বিরল প্রাণী।
advertisement
advertisement
advertisement
ক্লাউডেড লেপার্ড নেপাল , ভুটান এবং ভারতের হিমালয়ের পাদদেশ থেকে মায়ানমার , দক্ষিণ-পূর্ব বাংলাদেশ , থাইল্যান্ড , উপদ্বীপীয় মালয়েশিয়া এবং চীনের ইয়াংজি নদীর দক্ষিণে পাওয়া যায়।ভারতে, এটি সিকিম , উত্তর পশ্চিমবঙ্গ , ত্রিপুরা , মিজোরাম , মণিপুর , অসম, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ রাজ্যে উপ-ক্রান্তীয় বনাঞ্চলে দেখা যায় ।
advertisement









