

পেঁপে কেবল হজমের জন্যই ভাল নয় - এতে লেবুর চেয়েও বেশি ভিটামিন সি রয়েছে।

লেবুর চেয়ে ৪ গুণ বেশি ভিটামিন সি আছে পেয়ারায়।

পাকা বেলেও লেবুর তুলনায় বেশি আছে ভিটামিন সি।

লেবুর থেকে ১০ গুণ বেশি ভিটামিন সি আছে আমলকিতে।

পুষ্টিগুণে ভরা কালো জামে ভিটামিন সি ভরপুর লেবুর তুলনায়।