গ্র্যাজুয়েট হলেন ঋতুপর্ণা ও সঞ্জয়ের বড় সন্তান অঙ্কন৷

গ্র্যাজুয়েট হলেন ঋতুপর্ণা ও সঞ্জয়ের বড় সন্তান অঙ্কন৷

 আমেরিকার বস্টন ইউনিভার্সিটি থেকে পাশ করলেন অঙ্কন৷

আমেরিকার বস্টন ইউনিভার্সিটি থেকে পাশ করলেন অঙ্কন৷

 ১৯৯৯ সালে সঞ্জয়ের সঙ্গে বিয়ে হয় ঋতুপর্ণার। সেই সময় ঋতুপর্ণা ছিলেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির টপ হিরোইন৷

১৯৯৯ সালে সঞ্জয়ের সঙ্গে বিয়ে হয় ঋতুপর্ণার। সেই সময় ঋতুপর্ণা ছিলেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির টপ হিরোইন৷

 বিয়ের পর এবং সন্তান হওয়ার পর ঋতুপর্ণা সাময়িক বিরতি নেন কাজ থেকে৷ তবে তারপর থেকে কাজের সূত্রে দু’জনে দু’জায়গায় থাকতেন৷ সঞ্জয় এখন থাকেন সিঙ্গাপুরে৷

বিয়ের পর এবং সন্তান হওয়ার পর ঋতুপর্ণা সাময়িক বিরতি নেন কাজ থেকে৷ তবে তারপর থেকে কাজের সূত্রে দু’জনে দু’জায়গায় থাকতেন৷ সঞ্জয় এখন থাকেন সিঙ্গাপুরে৷

 কাজে যেমন সফল নায়িকা তেমনই সংসারও করেন গুছিয়ে৷

কাজে যেমন সফল নায়িকা তেমনই সংসারও করেন গুছিয়ে৷

 অভিনেত্রীর মা-বাবার একটাই ইচ্ছে ছিল, জামাই শিক্ষিত হবে। তাই বিয়েতে আর না করেননি।

অভিনেত্রীর মা-বাবার একটাই ইচ্ছে ছিল, জামাই শিক্ষিত হবে। তাই বিয়েতে আর না করেননি।

 ছেলের গ্র্যাজুয়েশন সেরিমনিতে উপস্থিত ছিলেন ঋতুপর্ণা-সঞ্জয় দু’জনেই৷ সঙ্গে ছিল তাঁদের মেয়ে ঋষণাও৷

ছেলের গ্র্যাজুয়েশন সেরিমনিতে উপস্থিত ছিলেন ঋতুপর্ণা-সঞ্জয় দু’জনেই৷ সঙ্গে ছিল তাঁদের মেয়ে ঋষণাও৷

 গ্রাজুয়েশন হ্যাট ও লাল জ্য়াকেটে পরে সার্টিফিকেট হাতে ছিলেন অঙ্কন। একপাশে ছিলেন ঋতুপর্ণা। ছিল তাঁর মেয়ে ও বরও।

গ্রাজুয়েশন হ্যাট ও লাল জ্য়াকেটে পরে সার্টিফিকেট হাতে ছিলেন অঙ্কন। একপাশে ছিলেন ঋতুপর্ণা। ছিল তাঁর মেয়ে ও বরও।