তবলায় প্রশাসক এবং আরও অনেক অপ্রত্যাশিত পরিবেশনা সোনারপুরের একটি কলেজের ২৫তম বর্ষ উদযাপনে শিক্ষকরা তাদের অদৃশ্য প্রতিভা প্রদর্শন করেছেন।
পুরো দস্তুর বৈঠকী মেজাজে ইয়াদ পিয়া কি আয়ি গাইলেন ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপিকা। সেতারে মূর্ছনা তুললেন যিনি তিনি পড়ান এ আই।
তবলায় কোনও অংশে কম ছিলেন না অ্যাডমিন । আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো গাইলেন ইঞ্জিনিয়ারিংয়েরই অন্য এক অধ্যাপক।
ফিউচার ফাউন্ডেশনের ২৫ বছর উদযাপনের চেনা শিক্ষকদের অচেনা প্রতিভা দেখে সবাই অবাক, এযে সব ছাই চাপা আগুন।