Paschim Medinipur News: খড়গপুরের হরিয়াতাড়ায় রাতভর হাতির তান্ডব! ভাঙল মাটির বাড়ি
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
আবারও দলমার দাঁতালদের তান্ডবে ক্ষতির সম্মুখীন হতে হল বেশ কয়েকটি পরিবারকে। বৃহস্পতিবার রাতভর হাতির তান্ডবে ঘরবাড়ি ভাঙল কয়েকজন গ্রামবাসীর। ঘটনাটি ঘটেছে খড়গপুর গ্রামীন বিধানসভার ২ নং হরিয়াতাড়া অঞ্চলের পড়াডিহার মোদি পাড়ায়।
#পশ্চিম মেদিনীপুর : আবারও দলমার দাঁতালদের তান্ডবে ক্ষতির সম্মুখীন হতে হল বেশ কয়েকটি পরিবারকে। বৃহস্পতিবার রাতভর হাতির তান্ডবে ঘরবাড়ি ভাঙল কয়েকজন গ্রামবাসীর। ঘটনাটি ঘটেছে খড়গপুর গ্রামীন বিধানসভার ২ নং হরিয়াতাড়া অঞ্চলের পড়াডিহার মোদি পাড়ায়। স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতভর প্রায় ২০/২২ টি হাতির একটি দল ব্যাপক তান্ডব চালায় গ্রামে। হাতির হামলায় কয়েকটি মাটির বাড়ির দেওয়াল ভেঙে পড়ে। ক্ষতিগ্রস্থ হয় মাটির বাড়িগুলি।
যদিও গ্রামে হাতি ঢোকার খবর পেয়ে আগে থেকেই সতর্ক ছিলেন গ্রামবাসীরা। তারা গ্রামে হাতি ঢোকার খবর পেয়ে মাটির বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছিলেন, সেই কারণে মানুষ হতাহত হয়নি। তবে ঘটনার পর থেকেই আতঙ্কিত গ্রামবাসীরা। বাড়িঘর ভাঙার খবর পেয়ে শুক্রবার ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে যান খড়গপুর ১ নম্বর ব্লকের BDO জয়েন্ট BDO, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য, কলাইকুন্ডা রেঞ্জের রেঞ্জার, কলাইকুন্ডার আই.সি, হরিয়াতাড়ার অঞ্চল সভাপতি সহ অন্যান্য জন প্রতিনিধিরা।
advertisement
আরও পড়ুনঃ জায়গার অভাব, নেই নিজস্ব ভবন! যাযাবর অঙ্গনওয়াড়ি কেন্দ্র!
এদিন হাতিতে ক্ষতিগ্রস্থ পরিবার গুলির সাথে কথা বলেন ব্লক প্রশাসনের আধিকারিকরা পাশাপাশি ক্ষতিগ্রস্থ পরিবার গুলির হাতে ব্লক প্রশাসনের তরফে সাহায্য তুলে দেওয়া হয়। একই সাথে ক্ষতির পরিমাণ খতিয়ে দেখে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণের ব্যবস্থার আশ্বাসও দেয় ব্লক প্রশাসন। প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে ঝাড়খন্ডের দিক থেকে একদল হাতি খড়গপুরের কলাইকুন্ডা বনাঞ্চলে প্রবেশ করে এবং প্রায় ২০/২২ টি হাতির ঐ দলটি রাতভোর ব্যাপক তান্ডব চালায় এলাকায়। খাবারের খোঁজে একাধিক বাড়ির মাটির দেওয়াল ভেঙে ফেলে, স্থানীয় সুত্র জানায়, ঐ এলাকার বেশকিছু জমির ফসলও নষ্ট করেছে হাতির দলটি।
advertisement
advertisement
Partha Mukherjee
view commentsLocation :
First Published :
November 18, 2022 8:41 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur News: খড়গপুরের হরিয়াতাড়ায় রাতভর হাতির তান্ডব! ভাঙল মাটির বাড়ি