Paschim Medinipur News: ধুলোর উপর পিচ! রাস্তা তৈরি নিয়ে ক্ষুব্ধ চন্দ্রকোনা টাউনের পাইকপাড়ার গ্রামবাসীরা
- Published by:Soumabrata Ghosh
- hyperlocal
Last Updated:
ধুলার উপরে পিচ, একদিনের মধ্যে পিচের রাস্তায় হাত দিতেই উঠে যাচ্ছে পিচের প্রলেপ। রাস্তা মেরামতের ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব গ্রামবাসীরা, উত্তেজনা। বন্ধ হল রাস্তা মেরামতের কাজ। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের পাইকপাড়া এলাকায়।
#পশ্চিম মেদিনীপুর : ধুলার উপরে পিচ, একদিনের মধ্যে পিচের রাস্তায় হাত দিতেই উঠে যাচ্ছে পিচের প্রলেপ। রাস্তা মেরামতের ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব গ্রামবাসীরা, উত্তেজনা। বন্ধ হল রাস্তা মেরামতের কাজ। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের পাইকপাড়া এলাকায়। জানা য়ায় চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের সীতারামপুর থেকে জগন্নাথপুর পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার রাস্তা পিচের রাস্তা করা হয়েছিল প্রধান মন্ত্রী গ্রামীন সড়ক যোজনা রাস্তার হিসেবে (NDCC) ঠিকাদারি সংস্থার মাধ্যমে। আর সেই রাস্তা মেরামতের ক্ষেত্রেই চরম গাফিলতির অভিযোগ তুলে সরব এলাকার মানুষজন।
অভিযোগ রাস্তা নতুন তৈরি করার কয়েকদিনের মধ্যেই রাস্তার বেহাল দশায় পরিণত হয়, অবশেষে ঠিকাদারি সংস্থা রাস্তা মেরামত করতে আসলে সেই রাস্তা মেরামতের ক্ষেত্রেই দুর্নীতির অভিযোগ তুলল গ্রামের মানুষজন। গ্রামের মানুষজনদের দাবি, পাতলা পিচের প্রলেপ দিয়ে রাস্তা মেরামত হচ্ছে যা ইতিমধ্যে হাত দিলেই উঠে যাচ্ছে। গ্রামের মানুষদের দাবি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে সঠিক নিয়মে দুর্নীতি মুক্ত রাস্তা হোক। ব্লক প্রশাসন সূত্রে খবর রাস্তাটি টেন্ডার নেয় সমীর মাল নামে এক ব্যক্তি।
advertisement
আরও পড়ুনঃ জল না পাওয়ায় শতাধিক আলু চাষী বিপাকে! বিভিন্ন দফতরে জানিয়েও হচ্ছে না সুরাহা
কিন্তু সমীর মাল না আসায় রাস্তার দেখভালের দায়িত্বে রয়েছেন ,ঠিকা কর্মী বিদ্যুৎ রায়। ঠিকা কর্মীর দাবি রাস্তার কাজ সঠিক হচ্ছে কোথাও কোথাও হয়তো একটু ত্রুটি রয়ে গেছে। এই বিষয়ে চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সূর্যক্রান্ত দোলই বলেন। একাধিক বার ঠিকাদারি সংস্থাকে বলা হলেও কাজের কাজ কিছু হয়নি দ্রুত জেলা প্রশাসনকে বিষয়টি জানানো হবে। আর এই দিকে গ্রাম মানুষের দাবি দুর্নীতি মুক্ত ভালো রাস্তা তৈরি করা হোক।
advertisement
advertisement
Partha Mukherjee
Location :
First Published :
December 07, 2022 5:25 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur News: ধুলোর উপর পিচ! রাস্তা তৈরি নিয়ে ক্ষুব্ধ চন্দ্রকোনা টাউনের পাইকপাড়ার গ্রামবাসীরা