advertisement

West Medinipur News: ওদের শৈশব যেন হারিয়ে না যায়, সেই লক্ষ্যে দুঃস্থ মেধাবী ছাত্র ছাত্রীদের ১১ টাকায় টিউশন দেওয়ার অভিনব উদ্যোগ  

Last Updated:

শিক্ষা শুধু অধিকার নয় অঙ্গীকারও বটে। আগামী দিনে ১১ টাকার টিউশন যথাসম্ভব চলবে, পিছিয়ে পড়া ছেলেমেয়েদের লেখাপড়ার ইচ্ছে ও অধিকার বজায় রাখতে 

+
চলছে

চলছে ১১ টাকার টিউশন ক্লাস

#পশ্চিম মেদিনীপুর: বিগত দুবছর ধরে করোনা মহামারীর প্রভাবে মানুষের জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠেছে। নানা মানুষ তাদের রুজি রোজগার হারিয়েছে।এই ভাবেই বয়ে গেছে অনেকটা সময়। যেখানে দিনে দু-বেলা খাবার জোটানোই দায়, সেখানে পড়াশুনো যেন একপ্রকার বিলাসিতাই বটে। পিছিয়ে পড়া শ্রেণির ছেলে মেয়েরা বর্তমানে এক বৃহত্তম সমস্যার সম্মুখীন হচ্ছে। যেখানে চতুর্থ, পঞ্চম শ্রেণির বাচ্চারা অক্ষর ভুলে যাচ্ছে, রিডিং পড়া তো দূরের কথা। সপ্তম, অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করতে করতে ছেলে মেয়েদের পড়াশোনা ছেড়ে দিতে হচ্ছে, বা স্কুল ছেড়ে বাবার সাথে সংসারের জন্য আয় করতে বেরোতে হচ্ছে। টিউশন ফি না দিতে পারায় ওরা পড়বে না, সে হয় না। ওদের শৈশব যেনো হারিয়ে না যায়, সেই লক্ষ্যে Dr Ambedkar Society র উদ্যোগে শুরু করা হয়েছে ১১ টাকার টিউশন। মেদিনীপুর শহর থেকে প্রায় তিন/চার কিলোমিটার দুরে ঈশ্বরপুর খয়েরুল্লা গোলাপীচক এলাকায় এই টিউশন পড়ানোর ব্যবস্থা করেছেন সোসাইটির সদস্য সদস্যারা। এই উদ্যোগে যেমন সামিল হয়েছেন বেশকিছু শিক্ষক শিক্ষিকা, তেমনই সামিল হয়েছেন বেশকিছু কলেজ পড়ুয়ারাও।
কারণ তারা মনে করেন, শিক্ষা শুধু অধিকার নয় অঙ্গীকারও বটে। আগামী দিনে ১১ টাকার টিউশন যথাসম্ভব চলবে, পিছিয়ে পড়া ছেলেমেয়েদের লেখাপড়ার ইচ্ছে ও অধিকার বজায় রাখতে সাহায্য করবে। সংগঠনের পক্ষ থেকে পঞ্চম শ্রেণি থেকে কম্পিটিটিভ পরীক্ষার বই বা সহায়িকা দিয়ে সাহায্য করার সাথে সাথে দুঃস্থ মেধাবী ছাত্র ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আগামীদিনে সাহায্য করবে বলেও জানানো হয়।
advertisement
Partha Mukherjee
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: ওদের শৈশব যেন হারিয়ে না যায়, সেই লক্ষ্যে দুঃস্থ মেধাবী ছাত্র ছাত্রীদের ১১ টাকায় টিউশন দেওয়ার অভিনব উদ্যোগ  
Next Article
advertisement
Kedarnath Badrinath Temple Rules: কেদারনাথ, বদ্রীনাথ ধামে অহিন্দুদের প্রবেশ নিষেধ! সিদ্ধান্ত নিতে চলেছে মন্দির কমিটি
কেদারনাথ, বদ্রীনাথ ধামে অহিন্দুদের প্রবেশ নিষেধ! সিদ্ধান্ত নিতে চলেছে মন্দির কমিটি
  • কেদারনাথ, বদ্রীনাথ মন্দিরে অহিন্দুদের প্রবেশ নিষেধ৷

  • সিদ্ধান্ত মন্দির কমিটির, প্রস্তাব অনুমোদনের অপেক্ষা৷

  • ২৩ এপ্রিল পুণ্যার্থীদের জন্য খুলবে বদ্রীনাথ মন্দির৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement