West Medinipur News: খড়্গপুরে প্রথম নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পৌরসভা গঠন করতে চলেছে তৃণমূল

Last Updated:

খড়গপুরবাসীকে আগাম ধন্যবাদ জানায় জেলা তৃণমূল নেতৃত্ব। পাশাপাশি দলীয় কর্মীদেরও কৃতজ্ঞতা জ্ঞাপন করে

+
জেলা

জেলা তৃণমূল নেতৃত্ব

#পশ্চিম মেদিনীপুর- এই প্রথমবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রেল শহর খড়্গপুর পুরসভার বোর্ড গঠন করতে চলেছে তৃণমূল। মঙ্গলবার মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কার্যালয়ে পৌর নির্বাচনের ফলাফল ঘোষণা প্রসঙ্গে এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন তৃণমূল জেলা সভাপতি সুজয় হাজরা। তিনি বলেন, মেদিনীপুর খড়্গপুর মিলিয়ে মোট ৬০ টি আসন রয়েছে, সবকটি আসনেই জয়ী হবে তৃণমূল। তবে এদিনই তৃণমূলের জয়ী প্রার্থী ও কর্মী সমর্থকদের উদ্দেশ্যে সুজয় বাবু বার্তা দিয়ে জানিয়েছেন, জয়ী হওয়ার পর প্রার্থীরা এলাকায় ছোট ছোট অভিনন্দন মিছিল করবে, পাশাপাশি দলীয় কর্মীরা কোনো রকম প্ররোচনায় পা দেবেন না, মানুষজনকে মিষ্টি মুখ করাবেন, ধন্যবাদ জানাবেন সমস্ত মানুষকে। বিরোধী দলের মানুষদেরও ধন্যবাদ জানানোর নির্দেশ দেন জেলা সভাপতি সুজয় হাজরা।
এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক প্রদ্যুৎ ঘোষ, জেলা তৃণমূল আহ্বায়ক দিনেন রায়, শহর তৃণমূল সভাপতি বিশ্বনাথ পান্ডব সহ অন্যান্যরা। সুজয় বাবু বলেন, গত বিধানসভা নির্বাচনে খড়্গপুর সদর বিধানসভায় তৃণমূল পিছিয়ে ছিল। তাই রাজ্য নেতৃত্বের নির্দেশে এবার জেলা তৃণমূল নেতৃত্ব খড়গপুর পৌর নির্বাচনে বিশেষ গুরুত্ব দিয়ে নির্বাচনের প্রাক্কালে কাজ করেছে। আর নির্বাচনের পূর্বের সেই প্রচারের নিরিখে বলা যায়, যে মানুষ যেভাবে স্বতস্ফূর্ত ভোট দিয়েছে, তৃণমূলের ৮০ শতাংশ আসন পাবে। এখন শুধু সময়ের অপেক্ষা, খড়গপুরবাসীকে তাই আগাম ধন্যবাদ জানায় জেলা তৃণমূল নেতৃত্ব। পাশাপাশি দলীয় কর্মীদেরও কৃতজ্ঞতা জ্ঞাপন করে তৃণমূল নির্বাচনে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালানোর জন্য।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: খড়্গপুরে প্রথম নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পৌরসভা গঠন করতে চলেছে তৃণমূল
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement