Paschim Medinipur: আবার বৃষ্টিপাতের পূর্বাভাস, ক্ষতির আশঙ্কায় আলু চাষীরা

Last Updated:

পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের আলু চাষী রামপদ মাহাত, বিকাশ চন্দ্র রায় জানান, গতবারের আলু চাষে ক্ষতির আর্থিক ক্ষতিপূরণ এখনও ম?

নতুন করে লাগানো আলু গাছ
নতুন করে লাগানো আলু গাছ
পশ্চিম মেদিনীপুর:  আবার বৃষ্টিপাতের পূর্বাভাসে ক্ষতির আশঙ্কার প্রহর গুনছেন পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার আলু চাষীরা। গত ডিসেম্বর মাসে নিম্নচাপের ফলে টানা কয়েকদিনের বৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছেন জেলার কয়েক হাজার আলুচাষী। ঋণ নিয়ে চাষ করায় আর্থিক ক্ষতির মুখে পড়ে আত্মহত্যা করার ঘটনাও ঘটেছে পশ্চিম মেদিনীপুরে (Paschim Medinipur)। বহু চাষী সেই ক্ষতির পরেও কোনো রকমে পুরানো ঋণ পরিশোধ করে, পুনরায় আলু চাষে হাত লাগিয়েছেন। কিন্তু সম্প্রতি আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞপ্তী অনুযায়ী আগামী ২২-২৪ জানুয়ারী দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পরেই পশ্চিম মেদিনীপুরের শালবনী, পিড়াকাটা, গড়বেতা, গোয়ালতোড়, কেশপুর, মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া, সবং, পিংলা সমেত জেলার বিস্তীর্ণ অঞ্চলের আলু চাষীরা আতঙ্কিত।
প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুর জেলায় প্রায় ৭০/৭২ হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়। যার মধ্যে প্রথম পর্যায়ে প্রায় ১৮ হাজার হেক্টর জমিতে আলু লাগানো হয়েছিল, যার বেশির ভাগই প্রায় ১৫ হাজার হেক্টর জমির আলু গতবারের বৃষ্টিতে নষ্ট হয়ে গেছিলো বলে জানা গেছে জেলা কৃষি অধিকর্তা দপ্তর সুত্রে। আবহাওয়ার খামখেয়ালীপনায় বহু চাষী প্রথম পর্যায়ে জমিতে আলু লাগায়নি। পরে আবহাওয়া অনুকূল হওয়ায় বেশির ভাগ চাষী তাদের জমিতে আলু লাগিয়েছে। কিন্তু আবারও প্রতিকূল আবহাওয়ার পূর্বাভাসে কপালে চিন্তার ভাঁজ পড়েছে জেলার আলু চাষীদের।
advertisement
পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের আলু চাষী রামপদ মাহাত, বিকাশ চন্দ্র রায় জানান, গতবারের আলু চাষে ক্ষতির আর্থিক ক্ষতিপূরণ এখনও মেলেনি, তারপর আবারও যদি ক্ষতির মুখে পড়তে হয়, তাহলে আত্মহত্যা করা ছাড়া আর কোনও পথ খোলা থাকবেনা।
advertisement
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur: আবার বৃষ্টিপাতের পূর্বাভাস, ক্ষতির আশঙ্কায় আলু চাষীরা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement