West Midnapore News: হাতের কাজেই লক্ষ্মীলাভ! কী ভাবে মাদুর তৈরি হয় জানেন
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
West Midnapore News: জানা গিয়েছে, ধান চাষের মতোই মাদুরকাঠি চাষ করতে হয় জমিতে। মাদুরকাঠি তুলে শুকিয়ে তাকে সুবিধা মত কেটে, এক একটি মাদুর কাঠি পরপর সাজিয়ে তৈরি করা হয় আস্ত একটি মাদুর।
সবং: পশ্চিম মেদিনীপুরে পিংলা, যেমন পট শিল্পের জন্য বিখ্যাত, তেমনই পিংলার পার্শ্ববর্তী ব্লক সবং বিখ্যাত মাদুর শিল্পের জন্য। ধান চাষের পাশাপাশি এই ব্লকের মানুষজন জীবিকা নির্বাহ করেন মাদুর তৈরি করেন।
প্রসঙ্গত, গ্রাম বাংলার প্রধান বসার আসন মাদুর। গ্রাম বাংলা ছাড়িয়ে বিশ্বের দরবারে আজ সমাদৃত সবংয়ের এই মাদুর। শুধু সবং নয়, সবংয়ের পার্শ্ববর্তী ব্লকেও এই মাদুর তৈরি করেন সাধারণ মানুষেরা।
জানা গিয়েছে, ধান চাষের মতোই মাদুরকাঠি চাষ করতে হয় জমিতে। মাদুরকাঠি তুলে শুকিয়ে তাকে সুবিধা মত কেটে, এক একটি মাদুর কাঠি পরপর সাজিয়ে তৈরি করা হয় আস্ত একটি মাদুর। ধান চাষ কিংবা অন্যান্য চাষের পাশাপাশি এই মাদুর শিল্পে পরিশ্রম করলে লাভ হয় বেশ। মাঠে চাষের কাজ পুরুষরা দেখভাল করলেও বাড়ির নানা কাজ সামলে মাদুর বোনেন মহিলারা। বর্তমান বাজারে এক একটি মাদুর বিক্রি হয় ৮০০, ৯০০ ১০০০ কিংবা তার থেকেও বেশি দামে।
advertisement
advertisement
জানে গিয়েছে, দশ ডেসিমেল জমিতে হাজার টাকা খরচ হয় মাদুর কাছে চাষ করতে। মাদুরকাঠি তুলে তাকে কেটে মাদুর বুনে বাজারে বিক্রি লাভ হয় প্রায় দ্বিগুণ। এ ক্ষেত্রে, বোনার জন্য অতিরিক্ত মজুরের প্রয়োজন হয় না। বাড়ির মহিলারাই মাদুর বোনেন।
advertisement
রঞ্জন চন্দ
Location :
Kolkata,West Bengal
First Published :
May 02, 2023 6:29 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: হাতের কাজেই লক্ষ্মীলাভ! কী ভাবে মাদুর তৈরি হয় জানেন