Wanted maoist : পিপলস ওয়ারস গ্রুপ (PWG) ও জনযুদ্ধ গোষ্ঠীর সংগঠন বৃদ্ধির কাজে যুক্ত অসীম মন্ডলের নামে হুলিয়া জারি
- Published by:Samarpita Banerjee
Last Updated:
ঝাড়খন্ড পুলিশের দুই সদস্যের এক প্রতিনিধি দল, এদিন অসীম মন্ডল এর বাড়ি ও গ্রামের জনবহুল এলাকায় দুইটি নোটিশ জারি করেন
#পশ্চিম মেদিনীপুর- হুলিয়া জারি করে মাওবাদী নেতা আকাশ ( অসীম মন্ডল) এর বাড়িতে আসলো ঝাড়খণ্ড পুলিশ। আজ ঝাড়খন্ডের জামশেদপুর জেলার পাটমদা থানার দুই পুলিশ কর্মী আদালতের নির্দেশে, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার ফুলচক গ্রামের মাওবাদী নেতা আকাশ ওরফে অসীম মন্ডল এর বাড়িতে আসলেন ঝাড়খন্ড পুলিশের দুই সদস্যের এক প্রতিনিধি দল। এদিন তারা অসীম মন্ডল এর বাড়ি ও গ্রামের জনবহুল এলাকায় দুইটি নোটিশ জারি করেন। তাতে লেখা এক মাসের মধ্যে আকাশ আত্মসমর্পণ না করলে তার সম্পত্তি ক্রোক করা হবে। এমনকি আকাশের খোঁজ দিতে পারলে ১ কোটি টাকা পুরস্কৃত করা হবে।
Location :
First Published :
January 26, 2022 5:15 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Wanted maoist : পিপলস ওয়ারস গ্রুপ (PWG) ও জনযুদ্ধ গোষ্ঠীর সংগঠন বৃদ্ধির কাজে যুক্ত অসীম মন্ডলের নামে হুলিয়া জারি