Midnapore News: গোয়ালঘরে নাবালিকাকে আটকে রেখে যৌন নির্যাতন! গ্রেফতার দুই!

Last Updated:

Midnapore News: বাবা মাকে খাবার পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিল নাবালিকা! ঘটে গেল চরম ঘটনা! রাতের অন্ধকারে তুলে নিল দুই দুস্কৃতী! ভয়াবহ!

+
ধর্ষনের

ধর্ষনের অভিযোগে ধৃত দুই যুবক 

#পশ্চিম মেদিনীপুর: রাস্তার দিকে হেঁটে যাওয়ার সময় এক নাবালিকাকে রাস্তা থেকে জোর করে তুলে নিয়ে গিয়ে গোয়াল ঘরে নাবালিকার উপর শারীরিক নির্যাতনের অভিযোগ উঠলো দুই ব্যক্তির বিরুদ্ধে ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের কিসমত নাড়াজোল এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায় দাসপুরের কিসমত নাড়াজোল এলাকার এক নাবালিকা দাদুর বাড়ি থেকে রাতের খাবার নিয়ে তার বাবা - মা কে দিতে আসছিলো, বাবা - মা কে খাবার দিয়ে ফের দাদুর বাড়িতে রাতের অন্ধকারে ফেরার সময় এলাকারই দুই বাসিন্দা সাহেব সেনাপতি ও সরোজ বক্সী রাস্তার ওপরেই প্রথমে জড়িয়ে ধরে ওই নাবালিকাকে, পরে জোর করে ওই নাবালিকাকে পাশের একটি গোয়াল ঘরে নিয়ে গিয়ে নাবালিকার ওপর শারীরিক নির্যাতন করে ওই দুই ব্যাক্তি।
advertisement
দীর্ঘক্ষণ পর গোয়াল ঘর থেকে প্রাণ বাঁচিয়ে দৌড়ে পালাতে সক্ষম হয় ওই নাবালিকা। পরে ওই নাবালিকা সমস্ত ঘটনা তার দাদুকে গিয়ে বলে, সঙ্গে সঙ্গে তার দাদু খবর দেন দাসপুর থানায়। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি রাতেই ঘটনাস্থলে এসে উপস্থিত হয় দাসপুর থানার পুলিশ। ঘটনাস্থলে পুলিশ এসে নির্যাতিতা ওই নাবালিকার বয়ান অনুযায়ী গ্রেফতার করে সাহেব সেনাপতি ও সরোজ বক্সীকে। পাশাপাশি ওই নাবালিকার শারীরিক পরীক্ষার জন্য নাবালিকাকে নিয়ে যাওয়া হয়েছে ঘাটাল সুপার স্পেসালিটি হাসপাতালে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। ইতিমধ্যেই মহিলাদের নিরাপত্তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন, রাতের অন্ধকারে এমন ঘটনার জেরে আতঙ্কিত এলাকার মানুষজন।
advertisement
advertisement
Partha Mukherjee 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Midnapore News: গোয়ালঘরে নাবালিকাকে আটকে রেখে যৌন নির্যাতন! গ্রেফতার দুই!
Next Article
advertisement
West Bengal Weather Update: বৃষ্টির পূর্বাভাস নেই রাজ্যে, তাপমাত্রা নেমেছে স্বাভাবিকে, শীতের আমেজ মিলবে কবে থেকে দেখে নিন
বৃষ্টির পূর্বাভাস নেই রাজ্যে, তাপমাত্রা নেমেছে স্বাভাবিকে, শীতের আমেজ মিলবে কবে দেখে নিন
  • বৃষ্টির পূর্বাভাস নেই রাজ্যে

  • তাপমাত্রা নেমেছে স্বাভাবিকে

  • শীতের আমেজ মিলবে কবে দেখে নিন

VIEW MORE
advertisement
advertisement