Midnapore News : খড়গপুর পুরসভাকে পাখির চোখ করে নির্বাচনের রূপরেখা তৈরি করতে একমাস আগে থেকেই ময়দানে জেলা তৃণমূল
- Published by:Piya Banerjee
Last Updated:
Midnapore News : মেদিনীপুর (Medinipur) জেলা তৃণমূল কংগ্রেস (TMC) কার্যালয়ে বৈঠকে এই সিদ্ধান্ত হওয়ার পর থেকেই দায়িত্বপ্রাপ্ত বিধায়ক (MLA), প্রাক্তন বিধায়ক ও পর্যবেক্ষকরা নিজেদের কাজ শুরু করে দিয়েছেন বলে জানিয়েছেন জেলা সভাপতি সুজয় হাজরা।
#খড়গপুর: তাঁরা প্রত্যেকে ৭-টি করে ওয়ার্ডের দায়িত্বে আছেন এবং তাঁদের অধীনে আছেন ওয়ার্ড পিছু ১ জন অর্থাত্ মোট ৭ জন করে পর্যবেক্ষক। এই পুরো টিমের মাথায় রয়েছেন স্বয়ং জেলা সভাপতি সুজয় হাজরা এবং জেলা চেয়ারম্যান তথা খড়গপুর গ্রামীণের বিধায়ক দীনেন রায়। মেদিনীপুর (Medinipur) জেলা তৃণমূল কংগ্রেস (TMC) কার্যালয়ে বৈঠকে এই সিদ্ধান্ত হওয়ার পর থেকেই দায়িত্বপ্রাপ্ত বিধায়ক (MLA), প্রাক্তন বিধায়ক ও পর্যবেক্ষকরা নিজেদের কাজ শুরু করে দিয়েছেন বলে জানিয়েছেন জেলা সভাপতি সুজয় হাজরা। একই কথা জানিয়েছেন, খড়্গপুর পৌরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারপারসন প্রদীপ সরকারও।
এ প্রসঙ্গে উল্লেখ্য যে, পশ্চিম মেদিনীপুর জেলার ১৫ টি বিধানসভার মাত্র ২-টি বিজেপির দখলে। ঘাটাল ও খড়গপুর সদর। বিধানসভা নির্বাচনের নিরিখে খড়গপুর শহর তথা পৌরসভার ৩৫ টি ওয়ার্ডের মধ্যে ২৪-টিতেই এগিয়ে বিজেপি। তাই, জেলার অন্যান্য পৌরসভাগুলি নিয়ে চিন্তা না থাকলেও, মিশ্র সংস্কৃতির 'মিনি ইন্ডিয়া' খড়গপুর নিয়ে যে শাসকদল তৃণমূল কংগ্রেস কিছুটা হলেও দুঃশ্চিন্তায় আছে, তা বলাই বাহুল্য!
advertisement
আর, সেজন্যই খড়গপুর-কে পাখির চোখ করে, ১ মাস আগে থেকেই ঝাঁপালো শাসকদল। সোমবার খড়গপুর শহরের এক বেসরকারি আবাসনে পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এক রুদ্ধদ্বার বৈঠকে বসে জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। উপস্থিত ছিলেন, মন্ত্রী শ্রীকান্ত মাহাত, জেলা চেয়ারম্যান ও বিধায়ক দীনেন রায়, জেলা সভাপতি সুজয় হাজরা এবং মেদিনীপুর সাংগঠনিক জেলার চার জন বিধায়ক যথাক্রমে উত্তরা সিংহ হাজরা, বিক্রম চন্দ্র প্রধান, পরেশ মুর্মু, সূর্য অট্ট। এছাড়াও, ছিলেন রাজ্য সম্পাদক ও প্রাক্তন বিধায়ক প্রদ্যোত্ ঘোষ, খড়্গপুর পৌরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারপারসন প্রদীপ সরকার এবং খড়গপুরের অন্যান্য শহর নেতৃত্ব।
advertisement
advertisement
Partha Mukherjee
Location :
First Published :
January 31, 2022 10:44 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Midnapore News : খড়গপুর পুরসভাকে পাখির চোখ করে নির্বাচনের রূপরেখা তৈরি করতে একমাস আগে থেকেই ময়দানে জেলা তৃণমূল