Paschim Medinipur: কাজে স্থায়ীকরন ও বেতন বৈষম্য কাটানোর দাবি

Last Updated:

মঙ্গলবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে স্থায়ীকরন ও স্থায়ী কর্মী হিসেবে বেতনের দাবি জানিয়েছেন তিনি। দীর্ঘ ১০০ কিমি এর বেশী পথ অতিক্রম করে অসুস্থ হয়ে পড়ায় কলকাতায় আত্মীয় বাড়িতেই রয়েছেন তিনি। বুধবার বাড়ি ফেরার কথা রয়েছে তাঁর।

+
title=

পশ্চিম মেদিনীপুর: দীর্ঘ ২৬ বছর অস্থায়ী কর্মী হিসেবে মেদিনীপুর পুরসভায় কর্মরত অসিম শিঠ এবার মুখ্যমন্ত্রীর বাড়ি কালী ঘাটের উদ্দেশ্যে সাইকেলে যাত্রা শুরু করলেন। পশ্চিম মেদিনীপুরের শালবনীর বাসিন্দা অসিম সিট সহ ৯ জন কর্মী মেদিনীপুর পুরসভায় জল সরবরাহ দপ্তরে অস্থায়ী কর্মী হিসেবে কাজে যোগ দিয়েছিলেন প্রায় ২৬ বছর আগে। প্রথম থেকে বেশ কয়েক বছর ঠিকা কর্মী হিসেবে মাসিক ৫০০ টাকায় কাজ করতেন। দীর্ঘ কয়েক বছর কাজের পর তা বেড়ে দাঁড়ায় ৮০০ টাকায়। বহুবার বেতন বৈষম্য কাটাতে পৌরসভার পুরপ্রধান, মহকুমাশাসক, জেলাশাসকের দ্বারস্থ হয়ে অবশেষে বর্তমানে অসিত বাবু সহ ঐ দপ্তরের ৬ জনের বেতন ৮০০০ টাকায় ঠেকেছে। বাকি তিনজন অস্থায়ী কর্মী হিসেবেই মারা গেছেন। কিন্তু উন্নতি হয়নি কারো পদের। আজও ঐ দপ্তরের ৬ জন অস্থায়ী কর্মী হিসেবেই কাজ করছেন। অসিম বাবুর বয়স ৫৬ বছর, অস্থায়ী কাজটি রয়েছে আর চার বছর। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক নজরে আসতেই শালবনী থেকে সাইকেলে কালীঘাট যাত্রা শুরু করেছিলেন তিনি। আজ মঙ্গলবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে স্থায়ীকরন ও স্থায়ী কর্মী হিসেবে বেতনের দাবি জানিয়েছেন তিনি। দীর্ঘ ১০০ কিমি এর বেশী পথ অতিক্রম করে অসুস্থ হয়ে পড়ায় কলকাতায় আত্মীয় বাড়িতেই রয়েছেন তিনি। বুধবার বাড়ি ফেরার কথা রয়েছে তাঁর।
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur: কাজে স্থায়ীকরন ও বেতন বৈষম্য কাটানোর দাবি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement