West Medinipur News: পুকুরের জলে ডুব দিয়ে মাথা তুলতেই পিষে দিল হাতি, কী ভয়ঙ্কর কাণ্ড ভাবা যায় না!
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:SOVON DAS
Last Updated:
বন দফতরের পক্ষ থেকে জানা গেছে, সমস্ত বিষয় খতিয়ে দেখে সরকারি নিয়ম অনুযায়ী মৃতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরনের ব্যবস্থা করা হবে।
পশ্চিম মেদিনীপুর: আবারও হাতির হামলায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলের পর পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর বনবিভাগের কলাইকুন্ডা রেঞ্জের বারডাঙা বিটের সগড়ভাঙা এলাকায়। স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার সারাদিনের পর কাজ সেরে বাড়ি ফিরে গ্রাম লাগোয়া পুকুরে স্নান করতে যান খড়্গপুরের সগড়ভাঙা গ্রামের বাসিন্দা বছর ৫০ এর সুধানাথ মাহাত।
স্থানীয় গ্রামবাসীরা জানায় যখন সুধানাথ মাহাত পুকুরের জলে নেমে স্নান করছিল, সেই সময় হঠাৎই পুকুর লাগোয়া জঙ্গল থেকে বেরিয়ে আসে একটি হাতি। হাতিটি পুকুরের কাছাকাছি আসতেই ঐ ব্যক্তিকে দেখতে পেয়ে হঠাৎই পুকুরে নেমে যায়। ঐ মুহুর্তে সুধানাথ মাহাত চিৎকার করে এবং পুকুরের মধ্যে থেকে বেরিয়ে পালানোর চেষ্টা করে।
advertisement
কিন্তু ততক্ষনে হাতিটি পুকুরের জলে নেমে গিয়ে সুধানাথ মাহাতর উপর হামলা চালায়, পুকুরের জলের মধ্যেই শুঁড়ে পেঁচিয়ে তুলে জলেই আছাড় মারে বলে জানা যায় স্থানীয় মানুষদের কাছ থেকে, ফলে পুকুরের জলের মধ্যেই মৃত্যু হয় সুধানাথ নামে ঐ ব্যক্তির।
advertisement
বুধবার সকালে স্থানীয় গ্রামবাসীরা পুকুরের জলে মৃতদেহ ভাঁসতে দেখে এবং তার পরিবার পরিজন, পুলিশ ও বন দফতরে খবর দেয়। খবর পেয়ে বুধবার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠায়।
advertisement
অন্যদিকে, এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারে এবং গ্রামে। যদিও বন দফতরের তরফে জানা গেছে, সমস্ত বিষয় খতিয়ে দেখে সরকারি নিয়ম অনুযায়ী মৃতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরনের ব্যবস্থা করা হবে।
Sovon Das
Location :
Kolkata,West Bengal
First Published :
May 10, 2023 7:21 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: পুকুরের জলে ডুব দিয়ে মাথা তুলতেই পিষে দিল হাতি, কী ভয়ঙ্কর কাণ্ড ভাবা যায় না!