West Medinipur News: উমার গোটা পরিবারটাই পাটের তৈরি! জেলার পুজোয় বিরাট চমক
- Reported by:RANJAN CHANDA
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
পাটের দুর্গা বড় আকর্ষণ হিসেবে কাজ করছে মেদিনীপুরের পুজোয়। শিল্পী পবন দে'র বিরাট চমক
পশ্চিম মেদিনীপুর: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই পাঁচটা দিনের জন্য গোটা বছর অপেক্ষা করে থাকে আপামর বাঙালি। বর্তমানে তো আবার দুর্গাপুজোকে ঘিরে উঠে আসে অসামান্য সব শিল্পকর্ম। থিমের প্রতিমা থেকে মণ্ডপ চোখ ধাঁধিয়ে দেয় দর্শনার্থীদের। এই বছর মহালয়ার আগে থেকেই বেশ কিছু মণ্ডপে ভিড় করতে শুরু করেছেন দর্শনার্থীরা। তারই মধ্যে নজরে আসছে বেশ কিছু চমক। যেমন পাটের দুর্গা প্রতিমা গড়ে চমকে দিয়েছেন দাঁতনের পবন দে।
শিল্পী পবন দে শুধু দুর্গাপ্রতিমা পাট দিয়ে তৈরি করেছেন এমনটা নয়, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশও পাটের তৈরি করেছেন। পশ্চিম মেদিনীপুরের দাঁতন-২ ব্লকের একারকি গ্রামের পবন দে এবং তার ছেলে পবিত্র মিলে তৈরি করছেন এই পাটের প্রতিমা। হাত, পা, মুখ, মুকুট থেকে গয়না সবকিছুই পাট দিয়ে তৈরি করেছেন। অক্লান্ত পরিশ্রমে দিন-রাত এক করে প্রতিমা গড়ে চলেছেন পবনবাবু। যা মেদিনীপুরের বোম্বে রোডের একটি ক্লাবের পুজোর শোভা বাড়াবে।
advertisement
advertisement
প্রসঙ্গত, জুট বা পাট পরিবেশবান্ধব বস্তু। পরিবেশ বাঁচাতে এবং পরিবেশ রক্ষার বার্তা দিতে পাট দিয়ে তৈরি করা হয়েছে প্রতিমা। শুধু প্রতিমা নয়, প্রতিমার সঙ্গে গহনা নিজেই তৈরি করেন পবনবাবু। প্রয়োজনে সঙ্গ দেন তাঁর স্ত্রীও।
প্রতি বছর দুর্গাপুজো মেটার মাস দুয়েক পর থেকেই পবন দে লেগে পড়েন পরের বছরের জন্য প্রতিমা তৈরি করতে। তিনি থিমের দুর্গা তৈরির শিল্পী হিসেবে পরিচিত। এটাই তাঁর পেশা। বেশ কয়েক বছর ধরেই প্রতিমা বানিয়ে সংসার চালাচ্ছেন পবনবাবু। তাঁর ছেলে পবিত্র’ও এই পথে হাঁটছে।
advertisement
রঞ্জন চন্দ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Oct 14, 2023 1:24 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: উমার গোটা পরিবারটাই পাটের তৈরি! জেলার পুজোয় বিরাট চমক









