West Medinipur News: ডিজিটাল যুগে নতুন প্রজন্মকে বইমুখী করতে অভিনব উদ্যোগ বিদ্যাসাগরের মেদিনীপুরে।

Last Updated:

ইন্দ্রনীলের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন মেদিনীপুর তথা ঘাটালের সচেতন নাগরিকরা।

কথা ও ক্যাফে
কথা ও ক্যাফে
#পশিম মেদিনীপুর- ডিজিটাল যুগে নতুন প্রজন্মকে বইমুখী করতে অভিনব উদ্যোগ বিদ্যাসাগরের মেদিনীপুরে। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে সম্প্রতি চালু হয়েছে 'কথা ও ক্যাফে'। কফি খেতে খেতে বিভিন্ন লেখকদের বই পড়ে সারাদিন কাটিয়ে দেওয়ার সুযোগ! একটু কফি, কিছু কথা আর অনেক বইপড়া- এটাই উদ্দেশ্য বলে জানিয়েছেন তরুণ ব্যবসায়ী ইন্দ্রনীল মন্ডল। হ্যাঁ, সকলকে বইমুখী করার জন্য ঘাটালের যুবক ইন্দ্রনীল এমন উদ্যোগ নিয়েছেন (West Medinipur News)। দেওয়ালে দেওয়ালে ফুটে উঠেছে মনীষীদের ছবি। নানান ধরনের লেখা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে ক্যাফের দেওয়াল। শুধু তাই নয়, ক্যাফেতে ঢুকলেই দেখা যাবে, সাজিয়ে রাখা রয়েছে একাধিক লেখকের বই। কফি খেতে আসা মানুষজন যাতে কিছুক্ষণ বই ওলট-পালট করে, বইয়ের পাতায় চোখ বুলিয়ে নিজেদেরকে সমৃদ্ধ করতে পারে, সেই জন্যই এই অভিনব উদ্যোগ, জানিয়েছেন ক্যাফে-কর্ণধার।
তবে, বিদ্যাসাগরের মেদিনীপুর হলেও, বইয়ের প্রতি আগ্রহ আর ক'জনের! সেজন্যই তো রবীন্দ্রনাথ বলে গিয়েছিলেন, "বিদ্যাসাগর এই বঙ্গদেশে একক ছিলেন!" স্বাভাবিকভাবেই, ঘাটালের এই কথা ও ক্যাফের কর্ণধার ইন্দ্রনীল বললেন, "বইপ্রেমী কিছু মানুষ খুশি হলেও, কফি খেতে আসা অধিকাংশজন বইমুখী হচ্ছেন না"! তাঁরা আসছেন, ক্যাফের ভালো ছবি দেখে সেলফি তুলছেন, কফি খাচ্ছেন আর মোবাইল ঘেঁটে বেরিয়ে যাচ্ছেন (West Medinipur News)। তাই, উদ্যোক্তার আক্ষেপ থেকেই যাচ্ছে! তবে, ইন্দ্রনীলের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন মেদিনীপুর তথা ঘাটালের সচেতন নাগরিকরা। তাঁরা বলছেন, ইন্দ্রনীলের এই উদ্যোগে যদি একজন মানুষও, যৎসামান্য হলেও বইয়ের প্রতি আগ্রহী হয়, সেখানেই তো এই অভিনব ভাবনার স্বার্থকতা। আর, বিদ্যাসাগরের ঘাটাল দিয়ে যে উদ্যোগের সূচনা হল, আগামীদিনে তা যে জেলাশহর মেদিনীপুর, খড়্গপুর, বেলদা, দাঁতনেও ছড়িয়ে পড়বেনা, তা-ই বা কে বলতে পারে!
advertisement
Partha Mukherjee
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: ডিজিটাল যুগে নতুন প্রজন্মকে বইমুখী করতে অভিনব উদ্যোগ বিদ্যাসাগরের মেদিনীপুরে।
Next Article
advertisement
SIR-এর কাজে কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? জবাব দিল নির্বাচন কমিশন
SIR-এর কাজে কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? জবাব দিল নির্বাচন কমিশন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement