Durga Puja 2023: পুজোর বাজারে নতুন ফ্যাশন, দুর্গার প্রতিকৃতি হ্যান্ডমেড জুয়েলারি নজর কাড়ছে সকলের 

Last Updated:

Durga Puja 2023: পুজোর ফ্যাশনে চমক, দুর্গার প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয়েছে জুয়েলারীতে ।

+
পুজোর

পুজোর ফ্যাশন

বেলদা: মাত্র কয়েকদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। আর এই দূর্গোপুজোর ফ্যাশনকে ঘিরে থাকে উন্মাদনা। বাহারি জামাকাপড়ের সঙ্গেম্যাচিং গহনার পরা তো চাই মেয়েদের। ভারী গহনা ভুলে হালকা হ্যান্ডমেড জুয়েলারির প্রতি ভালোবাসা রয়েছে প্রত্যেকেরই।পুজোর বাজারে চাহিদাও রয়েছে বেশ।
দুর্গাপুজোকে কেন্দ্র করে সাজসজ্জা কিংবা রূপসজ্জা, প্রতিটি ফ্যাশনে মেয়েরাই এগিয়ে। পুজোর প্রতিদিনই থাকে নানান আয়োজন, থাকে নতুন ড্রেস সঙ্গেরূপসজ্জাও। হাতে গোনা মাত্র কয়েকটা দিনের জন্য সারা বছর অপেক্ষা করতে হয়। পুজোর চারটা দিন সাজসজ্জাতেও চমক আনেন মহিলারা। নিত্যনতুন ডিজাইনের জামাকাপড়ের সঙ্গেহ্যান্ডমেড জুয়েলারি বিক্রি বাড়ছে।
advertisement
advertisement
হাতে বানানো গলার হার, কানের দুল এমনকি চুড়ি বিক্রি বেড়েছে। কাপড়, ক্লে, পোড়ামাটি দিয়ে বানানো জুয়েলারির বিক্রি বাড়ছে। যদি তাতে থাকে দুর্গার ছবি তবে তো কোনও কথাই নেই। মানুষের চাহিদা মত হ্যান্ডমেড জুয়েলারি বানাচ্ছেন পশ্চিম মেদিনীপুরের বেলদার এক যুবক মোহন মহারানা। পুজোর কালেকশন হিসেবে যেমন একদিকে থাকছে নানা গহনা, তেমনি থেকে দুর্গার ছবি দেওয়া গলার হার, শাড়ি বা জামার ম্যাচিং এ চুড়িও। দামও থেকে নাগালের মধ্যে। অনলাইন ও অফলাইন দুই মাধ্যমে বিক্রি হচ্ছে গয়নাগুলো।
advertisement
কানের দুল, গলার হার কিংবা হাতে বানানো আংটি এবার ড্রেসের ম্যাচিংএ।স্বাভাবিকভাবে দুর্গাপূজাতে বিক্রি বাড়ছে হ্যান্ডমেড জুয়েলারির। রূপচর্চার পাশাপাশি দুর্গাপূজার আগেই সাজসজ্জাতেও নতুন চমক। সোনার গয়না ভুলে হাতে বানানো হ্যান্ডমেড জুয়েলারির ব্যবহারের দিকে ঝুঁকছেন মহিলারা।অর্ডার অনুযায়ী বিক্রিও হচ্ছে বেশ।
Ranjan Chanda
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Durga Puja 2023: পুজোর বাজারে নতুন ফ্যাশন, দুর্গার প্রতিকৃতি হ্যান্ডমেড জুয়েলারি নজর কাড়ছে সকলের 
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement