West Medinipur News: হাসপাতালের লিফটে আগুন! চাঞ্চল্য মেদিনীপুর মেডিক্যাল কলেজে
- Published by:Samarpita Banerjee
Last Updated:
মেদিনীপুর মেডিক্যালের নতুন বিল্ডিংয়ে একটি মাত্র লিফট রয়েছে যেটি রোগী ও চিকিৎসকরা ব্যবহার করেন। লিফটের ওপর চাপ পড়ে প্রচন্ড পরিমাণে ফলে অধিকাংশ সময়েই এটা খারাপ হয়ে যায়
#পশ্চিম মেদিনীপুর: মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন বিল্ডিংএর লিফটে শর্ট সার্কিট হয়ে আগুন লাগলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতাল জুড়ে। শনিবার দুপুর নাগাদ লিফটটিতে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায় এবং মুহুর্তের মধ্যে হাসপাতাল চত্বর কালো ধোঁয়ায় ঢেকে যায়। হাসপাতালে আগত রোগী ও রোগীর পরিবার পরিজনদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। ভয়ে এদিক-ওদিক ছোটাছুটি শুরু করে অনেকেই। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে খবর দেওয়া হয় দমকল বিভাগে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন। তবে ততক্ষণে হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা আগুন নিভিয়ে ফেলে।
হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, শর্ট সার্কিটের ফলে বিদ্যুতের মিটারে ফায়ারিং হয় এবং সেখান থেকে ধোঁয়া বেরোতে থাকে। মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ফেসিলিটি ম্যানেজার সঞ্জীব গোস্বামী জানান, তেমন বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি, লিফট এর বৈদ্যুতিক মিটারে শর্ট সার্কিট থেকে ফায়ারিং হয়ে ধোঁয়া বেরোতে থাকে, হাসপাতালের কর্মী ও স্থানীয় মানুষেরা তড়িঘড়ি বিদ্যুৎ সংযোগ বন্ধ করে এবং আগুন নিভিয়ে ফেলে। তবে যেহেতু হাসপাতালে বহু মানুষ ছিল সেই সময়, তাদের মধ্যে সাময়িক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
advertisement
মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন বিল্ডিংয়ে একটি মাত্র লিফট রয়েছে। যে লিফটটি হাসপাতালের রোগী ও চিকিৎসকদের জন্য ব্যবহৃত হয়। ফলে একটি লিফটের উপরে চাপ পড়ে প্রচন্ড পরিমাণে। বছরের অধিকাংশ সময়েই লিফটটি খারাপ হয়ে যায়। হাসপাতালে আগত রোগী ও তাদের পরিজনদের দীর্ঘদিনের দাবি, জেলার ব্যস্ততম এই হাসপাতালে আরো কয়েকটি লিফটের ব্যবস্থা করা হোক।
advertisement
advertisement
Partha Mukherjee
Location :
First Published :
April 30, 2022 10:06 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: হাসপাতালের লিফটে আগুন! চাঞ্চল্য মেদিনীপুর মেডিক্যাল কলেজে