West Midnapore News: ড্রাগন ফ্রুট চাষে বিকল্প আয়ের দিশা পিংলার যুবকের
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
Last Updated:
ধান চাষ নয় ,বিকল্প হিসেবে ড্রাগণ ফ্রুট চাষে নয়া দিশা পিংলার যুবক সুব্রত মাহেশের।
পিংলা, পশ্চিম মেদিনীপুর: ধান চাষ করে এখন লাভ নেই। তাই বিকল্প চাষের দিকে ঝুকছে চাষীরা। বেশ কয়েক বিঘা জমিতে ড্রাগন ফলের চাষ পশ্চিম মেদিনীপুরের পিংলা এক চাষীর। উৎপাদিত ড্রাগন পাড়ি দিচ্ছে দেশ ছাড়িয়ে বিদেশে।
পশ্চিম মেদিনীপুরের পিংলার গোগ্রামের সুব্রত মহেশ। বেশ কয়েক ধরে ধান চাষ করে লাভজনক ফল পাননি। তাই বছর ৬ তিনি চাষ করছেন ড্রাগনের। বিজ্ঞানসম্মত উপায়ে ধান চাষের জমিতেই চাষ করছে ড্রাগন ফ্রুটের। প্রায় দেড় বিঘা জমিতে তিনি চাষ করেছেন ড্রাগনের। আর উন্নত প্রজাতির ড্রাগন ফ্রুটের চাষ করবেন বাকি দেড় বিঘা জমিতে।
advertisement
advertisement
পশ্চিম মেদিনীপুর জেলাতে ধান চাষ বেশি মাত্রায় হয় কিন্তু বর্তমান সময়ের সেই ধান চাষ করে লাভজনক ফল পাওয়া যায় না। ফলতো, সাধারণ চাষীরা এখন বিকল্প পথে পা বাড়িয়েছে। পশ্চিম মেদিনীপুরের পিংলা তেও ধান চাষের মাত্রা বেশি কিন্তু বেশ কয়েক বছর লাভজনক ফল মিলছে না বিধান চাষ করে। তাই সুব্রত বিকল্প চাষ করে লাভের মুখ দেখছেন।
advertisement
আর্থিক দিক থেকে অনেকটাই সাহায্য করছে এই ড্রাগন ফুটে চাষ বলে মনে করছেন চাষী সুব্রত মহেশ। পরবর্তীতে ধান চাষী দাও এই চাষের দিকে ঝুকবেন বলে আশাবাদী তিনি।
Ranjan Chanda
Location :
Kolkata,West Bengal
First Published :
February 11, 2023 1:53 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: ড্রাগন ফ্রুট চাষে বিকল্প আয়ের দিশা পিংলার যুবকের