Vidyasagar University: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের "বেতার বিদ্যাসাগর" FM স্টেশনের কদর বাড়ছে প্রতিদিন
- Published by:Sovan Goswami
- hyperlocal
Last Updated:
"বেতার বিদ্যাসাগর" এর অনুষ্ঠান বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ১৫ কিলোমিটার এলাকা জুড়ে শোনা যায়। বিশ্ববিদ্যালয়ের ৯০.৮ এই রেডিও FM সেন্টারে শোনা যাবে নানা শিক্ষামূলক লেকচার ও সাংসেকৃতিক অনুষ্ঠানও।
#পশ্চিম মেদিনীপুর: সারা রাজ্যে তিনটি কমিউনিটি রেডিও FM সেন্টার রয়েছে। যার মধ্যে দ্বিতীয় নং এ রয়েছে মেদিনীপুরের (Midnapore) বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের "বেতার বিদ্যাসাগর" যার অনুষ্ঠান বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের (Vidyasagar University) ১৫ কিলোমিটার এলাকা জুড়ে শোনা যায়। মেদিনীপুর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিবাজী প্রতিম বসু জানান, ৯০.৮ এই রেডিও FM সেন্টারে যেমন শোনা যাবে নানা শিক্ষামূলক লেকচার, তেমনই শোনা যাবে জঙ্গলমহল সহ স্থানীয় কমিউনিটির নানা অনুষ্ঠান।
অধ্যাপক শিবাজী প্রতিম বসু বলেন, রাজ্যে এপর্যন্ত তিনটি এই ধরণের কমিউনিটি রেডিও(Community Radio) FM সেন্টার রয়েছে। প্রথমটি হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, দ্বিতীয়টি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এবং তৃতীয়টি কোচবিহারে। তিনি বলেন, এই রেডিও ষ্টেশনের উদ্দেশ্য দুটি, একটি হল শিক্ষামূলক, আরেকটি বিনোদন। তাই এই রেডিও ষ্টেশনে স্থানীয় বিভিন্ন ভাষায় অনুষ্ঠান হয়। এই রেডিও ষ্টেশনে সাঁওতালি ও কুড়মালি ভাষায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আর আস্তে আস্তে "বেতার বিদ্যাসাগর" একটা গুরুত্বপূর্ন স্থান অর্জন করেছে। যেহেতু এই অঞ্চলে কোনো FM স্টেশন নেই। তাই সাধারণ মানুষ এবং বিশেষত ছাত্রছাত্রীদের মধ্যে বেতার বিদ্যাসাগর শোনার সংখ্যা যেমন বেড়েছে, তেমনই বেড়েছে গ্রহনযোগ্যতা।
advertisement
advertisement
বর্তমানে সপ্তাহে পাঁচদিন পাঁচঘন্টা করে বিভিন্ন শিক্ষামূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই রেডিও ষ্টেশনে বলে জানিয়েছেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিবাজী প্রতিম বসু। শ্রী বসু আরও বলেন, এখন ৯০.৮ FM এর সাথে সাথে সেই সমস্ত অনুষ্ঠান You tube এবং Facebook এ দেওয়া হচ্ছে। তিনি সর্বসাধারণের কাছে আবেদন করেন যাতে সকলে "বেতার বিদ্যাসাগর" রেডিও ষ্টেশনের অনুষ্ঠান ও শিক্ষামূলক লেকচার গুলি শোনেন।
advertisement
Partha Mukherjee
Location :
First Published :
June 02, 2022 11:48 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Vidyasagar University: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের "বেতার বিদ্যাসাগর" FM স্টেশনের কদর বাড়ছে প্রতিদিন