West Medinipur News: সন্ধে হলেই এই বিখ্যাত স্কুলের মাঠে বসে মদের আসর!
- Reported by:RANJAN CHANDA
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
চন্দ্রকোনা পুরসভার ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত এই চন্দ্রকোনা জিরাট হাইস্কুল। বহু পুরানো ও ঐতিহ্যমন্ডিত স্কুল এটি। এর সঙ্গে জড়িয়ে আছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম।
পশ্চিম মেদিনীপুর: পাঁচিল দিয়ে ঘেরা স্কুলের প্লে গ্রাউন্ড। তবু সন্ধ্যের অন্ধকার নামলেই তার ভেতর রোজ বসে অসামাজিক কার্যকলাপের আসর। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে মদের বোতল থেকে মাদক দ্রব্যের ফেলে যাওয়া অংশ। চন্দ্রকোনা জিরাট হাইস্কুলের এই পরিণতিতে ক্ষুব্ধ এলাকার মানুষ।
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা পুরসভার ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত এই চন্দ্রকোনা জিরাট হাইস্কুল। বহু পুরানো ও ঐতিহ্যমন্ডিত স্কুল এটি। এর সঙ্গে জড়িয়ে আছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম। এমনিতে জেলার অন্যতম সেরা স্কুলের তালিকায় নাম আছে। প্রতিবছর বহু মেধাবি ছাত্র-ছাত্রী এখান থেকে পাশ করে বেরোয়। কিন্তু এই স্কুলের সুবিশাল খেলার মাঠ ঘিরে তৈরি হয়েছে প্রবল বিতর্ক। স্কুল ক্যাম্পাসের বাইরে পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে চন্দ্রকোনা জিরাট হাইস্কুলের সুবিশাল এই খেলার মাঠ। এই মাঠে সকাল-বিকেল আট থেকে আশি সকলে ভিড় জমান। কেউ আসেন শরীরচর্চা করতে, কেউ আবার ক্রিকেট-ফুটবল খেলে। কিন্তু প্রতিদিন সকালেই মাঠে এসে দেখা যায় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মদের বোতল থেকে বিভিন্ন নেশাজাত দ্রব্য। এমনকি মাঠের একাধিক জায়গায় মদের ভাঙা বোতলও পড়ে থাকে।
advertisement
advertisement
মাঠে খেলতে আসা স্থানীয় যুবক থেকে এলাকার বয়স্ক বাসিন্দা সকলের অভিযোগ, দীর্ঘ দিন ধরেই এই মাঠে সন্ধের পর নিয়মিত মদ-গাঁজার আসর বসে। চলে বিভিন্ন অসামাজিক কার্যকলাপও। যার জেরে অতিষ্ঠ সকলে। এলাকার যুবকদের অভিযোগ, মাঠে খেলাধুলো করতে গিয়ে পড়ে থাকা মদের বোতলের টুকরোয় অনেক সময় পা কেটে যায়। তাছাড়া এই ঘটনায় এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
advertisement
এই গুরুতর বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষ বা স্থানীয় প্রশাসন কোনও পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ। এই প্রসঙ্গে চন্দ্রকোনা পুরসভার পুরপ্রধান প্রতিমা পাত্র বলেন, আগেও এমন ঘটনা ঘটতো। তখন পুরসভা স্কুল ও পুলিশ প্রশাসনের সাথে কথা বলে ব্যবস্থা নিয়েছিল। ফলে এই সব অসামাজিক কার্যকলাপ বন্ধ হয়ে গিয়েছিল। আবার তা শুরু হয়েছে। তিনি স্কুল কর্তৃপক্ষ ও পুলিশের সঙ্গে কথা বলে উপযুক্ত ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করেন।
advertisement
রঞ্জন চন্দ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 29, 2023 6:57 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: সন্ধে হলেই এই বিখ্যাত স্কুলের মাঠে বসে মদের আসর!







