Paschim Medinipur News: বিপদ এড়াতে মেলায় বন্ধ নাগরদোলা ও মরণ কুঁয়ো

Last Updated:

মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট মাঠে মেদিনীপুর মেলা ও উৎসব চলাকালীন বন্ধ করে দেওয়া হলো নাগরদোলা ও মরণ কুঁয়া নামের দুটি ইভেন্ট। মেদিনীপুর সদর মহকুমাশাসকের নির্দেশে এই দুটি ইভেন্ট বন্ধ রাখার নির্দেশ দেন মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান।

+
মেলায়

মেলায় মহকুমা প্রসাশন ও পুর কর্তৃপক্ষ 

#পশ্চিম মেদিনীপুর : মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট মাঠে মেদিনীপুর মেলা ও উৎসব চলাকালীন বন্ধ করে দেওয়া হলো নাগরদোলা ও মরণ কুঁয়া নামের দুটি ইভেন্ট। মেদিনীপুর সদর মহকুমাশাসকের নির্দেশে এই দুটি ইভেন্ট বন্ধ রাখার নির্দেশ দেন মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান। পৌরপ্রধান সৌমেন খান জানান, বিভিন্ন সময়ে এই রাজ্যের বিভিন্ন জায়গায় মেলাতে নাগরদোলা ভেঙে পড়ে মানুষের আহত হওয়ার ঘটনার কথা ভেবে মেদিনীপুর মেলার দুটি বিপদজনক ইভেন্ট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের তরফে।
তিনি বলেন, মেলা কমিটির সমস্ত সরকারি অনুমতি রয়েছে। কিন্তু দুর্ঘটনার কথা ভেবে নাগরদোলা ও মরণকুঁয়ার খেলা বন্ধ রাখা হয়েছে। আমরা চাই মানুষ আনন্দ উপভোগ করুক, তবে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্যই এই খেলা গুলি বন্ধ করে দেওয়া হয়েছে। অন্য দিকে এই বিষয়ে মেলা কমিটির আহ্বায়ক প্রসেনজিৎ চক্রবর্তী জানান, পৌরপ্রধান মহকুমাশাসকের কথা মেনেই মেলাতে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে, সেই কারনেই এই দুটি ইভেন্ট বন্ধ রাখার সিদ্ধান্তে আমরা সহমত। সুষ্ঠ ভাবে মেলা চলুক এটাই আমাদের আশা।
advertisement
আরও পড়ুনঃ থ্যালাসেমিয়ার সাথে লড়াই করেই ডাক্তারি পড়ায় সুযোগ ইন্দ্রানীর
প্রসঙ্গত, মেদিনীপুর শহরের পঞ্চুর চকে অগ্নিকন্যা ক্লাবের উদ্যোগে জগদ্ধাত্রী পূজো উপলক্ষ্যে গত ৫ ই নভেম্বর থেকে শুরু হয়েছে মেদিনীপুর মেলা ও উৎসব। যেখানে বিভিন্ন হস্তশিল্প প্রদর্শনীর স্টলের পাশাপাশি বিনোদনমূলক বিভিন্ন ইভেন্ট এসেছে। মেলা শুরু পরের দিনই অর্থাৎ সোমবার মহকুমা প্রশাসনের নির্দেশে মেদিনীপুর পুরসভার পুরপ্রধান হাজির হন মেলা প্রাঙ্গনে এবং মেলা কমিটির উদ্যোক্তাদের নাগরদোলা ও মরন কুঁয়ো ইভেন্ট দুটি বন্ধ করার নির্দেশ দেন।
advertisement
advertisement
Partha Mukherjee
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur News: বিপদ এড়াতে মেলায় বন্ধ নাগরদোলা ও মরণ কুঁয়ো
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement