Suvendu Adhikari: 'সিঙ্গুর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে শ্মশানে পরিণত হয়েছে!' 'ব্যাড এম'-'গুড এম' প্রসঙ্গ তুলে তীব্র আক্রমণ শুভেন্দুর
- Reported by:Susmita Mondal
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Suvendu Adhikari: মমতার সভার পরই পাল্টা আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সিঙ্গুর: নরেন্দ্র মোদির পর সিঙ্গুরে সভা করতে গিয়ে ফের বিজেপিকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সিঙ্গুরের সভা থেকে বিজেপিকে বাংলায় ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, “কোনও বিজেপি কে বাংলায় ঢুকতে দেব না, দেব না। এখানে কোনো একজন লোক বসে গেছে, ভুয়ো অ্যাকাউন্টের নাম করে টাকা পাঠিয়ে দিচ্ছে। ওই টাকায় হাত দেবেন না। পরে ফেঁসে যেতে পারেন।”
মমতার সভার পরই পাল্টা আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ”আজ মুখ্যমন্ত্রী সিঙ্গুরে সভা করছেন। প্রধানমন্ত্রী সিঙ্গুরের মাটি থেকে বলেছেন আইন শৃঙ্খলা ঠিক করলে শিল্প আসবে। প্রধানমন্ত্রীর সফল সভা দেখে চিন্তিত হয়ে সভা করতে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে টাটাকে তাড়ানো হয়েছিল এই রাজ্য সরকারের নেতৃত্বে। ব্যাড এম বলেছিলেন রতন টাটা, সেটা এই মমতা বন্দ্যোপাধ্যায়। গুড এম বলেছিলেন নরেন্দ্র মোদিকে। সিঙ্গুর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে শ্মশানে পরিণত হয়েছে। কোনও বড় বিনিয়োগ আসেনি এই বাংলায়।”
advertisement
শুভেন্দুর সংযোজন, ”মুখ্যমন্ত্রী ওখানে গিয়েছেন বাংলার বাড়ি দেবেন বলে। প্রধানমন্ত্রী এর আগেই আবাস যোজনা চালু করেন। ৪০ লক্ষ ইউনিট আবাস যোজনার বাড়ি দিয়েছে। যেটা সাধারণ মানুষ পায়নি, কারণ তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেই টাকা তুলে নিয়ে খেয়েছে, নিজেদের বাড়ি বানিয়েছে।”
advertisement
তৃণমূল আমলের দুর্নীতির প্রসঙ্গ তুলে শুভেন্দু বলেন, ”যেভাবে বাংলার বালি চুরি হচ্ছে সেখানে এই টাকায় কোনও বাড়ি তৈরি হয় না । বিজেপিকে আনুন, বাড়ি করে দেবে বিজেপি। সোলার প্যানেল, জল, শৌচালয় দেবে বিজেপি। ২০০০ টাকার বালি হয়েছে ১৫০০০ টাকা । অবৈধ বালি তোলা আর তৃণমূল কংগ্রেসের তোলা তোলার কারণে দাম বেড়েছে সব জিনিসের। মিথ্যাচারের পর্দা ফাঁস করা দরকার, ৪০ লক্ষ বাড়ি লুঠ করেছে।”
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 28, 2026 4:46 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Suvendu Adhikari: 'সিঙ্গুর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে শ্মশানে পরিণত হয়েছে!' 'ব্যাড এম'-'গুড এম' প্রসঙ্গ তুলে তীব্র আক্রমণ শুভেন্দুর










