Jhargram News: হাতির হানায় মর্মান্তিক মৃত্যু হুলা পার্টির সদস্যের, চাঞ্চল্য জঙ্গলমহলে

Last Updated:

Jhargram News: হুলা পার্টির সদস্য মৃত অজিত মাহাতোর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে বন বিভাগ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বন দফতর।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
ঝাড়গ্রাম, রঞ্জন চন্দ: আবারও হাতির হানায় মৃত্যু। এবার সাধারণ মানুষ নয়, হাতির হানায় মৃত্যু হল হুলা পার্টির এক সদস্যের। হাতিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার সময় হাতির আক্রমণে মৃত্যু হয় তার। এমন ঘটনায় একাধিক প্রশ্ন সামনে এসেছে। চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মাস খানেক আগে হাতির হানায় পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে মৃত্যু হয়েছিল দু’জনের। তবে এবার অভিযানের সময় হাতির আক্রমণে মর্মান্তিকভাবে প্রাণ হারালেন হুলা পার্টির এক সদস্য।
তাদের পেশাগত প্রশিক্ষণ, তাদের নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন সামনে এসেছে। বন দফতর সূত্রে খবর, খড়গপুর বন বিভাগের অধীন ঝাড়গ্রাম জেলার ঝটিয়ার জঙ্গলে থাকায় প্রায় ১৬-১৭ হাতির একটি দলকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল বনকর্মীরা। দক্ষতার সঙ্গে সেই হাতি গুলোকে অন্যত্র সরানোর চেষ্টা করে বন কর্মীদের সঙ্গে থাকা হুলা পার্টির সদস্যরা। জানা গিয়েছে, সামনের দিকে লোক অতি উৎসাহে চিৎকার করার কারণে হুলা পার্টির দিকে ফের তেড়ে আসে হাতির দল। তখন এক হুলা পার্টির সদস্যের উপর আক্রমণ করে। হাতির আক্রমণে গুরুতর জখম হয় ওই হুলা সদস্য। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। মৃতের নাম অজিত মাহাতো (৪০)। ঝাড়গ্রামের বালিভাষার বাসিন্দা বলে জানা গিয়েছে।
advertisement
আরও পড়ুন-ভয়ানক রাত…! মৌনী অমাবস্যায় ভুলেও দাঁতে কাটবেন না এই ৪ সবজি, জীবনে চরম দুর্ভোগ, রোগ-ভোগ-অশান্তি পিছু ছাড়বে না
বনদফতর সূত্রে খবর, খড়গপুর বন বিভাগের অন্তর্গত ঝটিয়ার জঙ্গলে ১৬ থেকে ১৭টি হাতির একটি দলকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য হাতি ড্রাইভ অভিযান চালান হচ্ছিল। সেই সময় হঠাৎই একটি হাতি আক্রমণাত্মক হয়ে ওঠে। আচমকা ঘটে যাওয়া এই আক্রমণে গুরুতর আহত হন হুলা পার্টির সদস্য অজিত মাহাতো। ঘটনাস্থলে উপস্থিত অন্য সদস্যরা তাঁকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করলেও শেষ পর্যন্ত সফল হতে পারেননি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।
advertisement
advertisement
আরও পড়ুন-২০০ বছর পর মৌনী অমাবস্যায় অত্যন্ত বিরল যোগ, গোপনে এই ৩ কাজ করলেই স্বপ্নপূরণ, শিবের কৃপায় বাধা বিপত্তি শেষ!
এই ঘটনায় বনকর্মী ও হুলা পার্টির সদস্যদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তবে এরপর একাধিক প্রশ্ন সামনে এসেছে। আদৌ কি প্রশিক্ষণ ছিল তার? হাতি তাড়ানোর সময় কেন সুরক্ষার বিষয় আরও গুরুত্ব দিয়ে দেখা হয়নি। তবে নিয়ম মেনে হুলা পার্টির সদস্য মৃত অজিত মাহাতোর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে বন বিভাগ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বনদফতর।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Jhargram News: হাতির হানায় মর্মান্তিক মৃত্যু হুলা পার্টির সদস্যের, চাঞ্চল্য জঙ্গলমহলে
Next Article
advertisement
West Bengal Weather Update: বাড়বে তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপটও, আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
বাড়বে তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপটও, আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • বাড়বে তাপমাত্রা

  • থাকবে কুয়াশার দাপটও

  • উত্তর এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement