East Bardhaman News: প্রাক্তন ছাত্রকে মাটিতে ফেলে কিল-চড়-ঘুষি, ব্ল্যাকবোর্ড ভাঙার ‘শাস্তি’ বেধড়ক মার! শিক্ষকের কাণ্ডে তোলপাড়

Last Updated:

East Bardhaman News: স্কুলের এক প্রাক্তন ছাত্রের বিরুদ্ধে দুষ্টুমির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল কাটোয়ার পানুহাট রাজমহিষীদেবী উচ্চ বিদ্যালয়ে। 

কাটোয়া হাসপাতাল
কাটোয়া হাসপাতাল
কাটোয়া, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: স্কুলের এক প্রাক্তন ছাত্রের বিরুদ্ধে দুষ্টুমির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল কাটোয়ার পানুহাট রাজমহিষীদেবী উচ্চ বিদ্যালয়ে। অভিযোগ, স্কুলে দুষ্টুমি করার ‘শাস্তি’ হিসেবে এক পার্শ্বশিক্ষক ওই প্রাক্তন ছাত্রকে বেধড়ক মারধর করেন। এমনকি তাকে মাটিতে ফেলে কিল-চড়-ঘুষি মারার অভিযোগও উঠেছে। ঘটনায় জ্ঞান হারায় ওই ছাত্র। আহত প্রাক্তন ছাত্রের নাম কার্তিক রাজবংশী (১৫)। বুধবার বিকেলে পানুহাট রাজমহিষীদেবী স্কুলে এই ঘটনায় হতবাক হয়ে যান অভিভাবক মহল।
গুরুতর অবস্থায় কার্তিককে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এলাকাজুড়ে শুরু হয়েছে তীব্র শোরগোল। জানা যায়, এদিন স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে বর্তমান পড়ুয়াদের পাশাপাশি বহু প্রাক্তনীও উপস্থিত ছিলেন। কার্তিক রাজবংশী দু’বছর আগে নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে স্কুল ছেড়ে দেয়। ক্রীড়া অনুষ্ঠানের দিন সেও স্কুলে আসে। অভিযোগ, স্কুলের মাঠে ছাত্রদের খেলাধুলোর সময় কয়েকজন ছাত্র ব্যাগ রাখার জন্য নির্দিষ্ট একটি ঘরে ঢোকে। সেখানে ভাঙচুর চালানো হয় এবং একটি ব্ল্যাকবোর্ড ভেঙে যায়। এই ঘটনাতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন স্কুলের এক পার্শ্বশিক্ষক।অভিযোগ, সেই শিক্ষক কার্তিক রাজবংশীকে দোষী মনে করে বেধড়ক মারধর শুরু করেন।
advertisement
আরও পড়ুন: চোখের পলকে সব শেষ, পুড়ে খাক সাজানো সংসার! দাউদাউ করে জ্বলে গেল বাড়ি, পথে বসল পরিবার
কানের পাশে ঘুষি মারায় কার্তিক মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরবর্তীতে স্কুলের অন্যান্য ছাত্ররা কার্তিককে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকেরা তার মাথার সিটি স্ক্যান করার পরামর্শ দেন। ঘটনার খবর পেয়ে দ্রুত হাসপাতালে পৌঁছন কার্তিকের বাবা-মা। কার্তিকের বাবা তারক রাজবংশী বলেন,“আমরা খুব গরিব মানুষ। অভাবের কারণেই ছেলেটাকে আর পড়াতে পারিনি। কিন্তু তাই বলে একজন শিক্ষক এভাবে আমার ছেলেকে মারবে? প্রায় প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। আমরা চাই অভিযুক্ত শিক্ষকের কঠোরতম শাস্তি হোক।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কার্তিকের মা ঝুমা রাজবংশী বলেন, “আমার ছেলের যদি কিছু হয়ে যায়, তাহলে স্কুল কি তার দায়িত্ব নেবে? আমরা অবশ্যই পুলিশের কাছে অভিযোগ জানাবো।” এদিকে এই ঘটনাকে ঘিরে নিন্দায় সরব শিক্ষক মহলের একাংশও। অন্যদিকে, স্কুলের প্রধান শিক্ষক তথা কাটোয়া পুরসভার চেয়ারম্যান কমলাকান্ত চক্রবর্তী জানান, ঘটনার সময় তিনি স্কুলে উপস্থিত ছিলেন না। তিনি বলেন, “আমি তখন অন্য একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে গিয়েছিলাম। শুনেছি ব্ল্যাকবোর্ড ভাঙার ঘটনাকে কেন্দ্র করেই মারধরের অভিযোগ উঠেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Bardhaman News: প্রাক্তন ছাত্রকে মাটিতে ফেলে কিল-চড়-ঘুষি, ব্ল্যাকবোর্ড ভাঙার ‘শাস্তি’ বেধড়ক মার! শিক্ষকের কাণ্ডে তোলপাড়
Next Article
advertisement
Divorce: ৬৫ দিন সংসার, রাগ মেটাতে ১৩ বছরে ৪০ মামলা! দম্পতিকে জরিমানা করে ডিভোর্সের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট
৬৫ দিন সংসার, রাগ মেটাতে ৪০ মামলা! দম্পতিকে জরিমানা করে ডিভোর্সের নির্দেশ সুপ্রিম কোর্টের
  • রাগ মেটাতে ১৩ বছরে পরস্পরের বিরুদ্ধে ৪০টি মামলা৷

  • দম্পতিকে জরিমানা করল সুপ্রিম কোর্ট৷

  • বিবাহবিচ্ছেদেরও নির্দেশ দিল শীর্ষ আদালত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement