Garui River: দু'দিনের বৃষ্টিতেই নদী উপচে বাড়িতে ঢুকে পড়েছে জল, ফের গারুই নদী সংস্কারের দাবি

Last Updated:

Garui River: আসানসোলের নিকাশি ব্যবস্থার একটা বড় অংশ নির্ভর করে গারুই নদীর উপর। কিন্তু দীর্ঘদিন ধরার সংস্কারের অভাবে এই নদীতে আবর্জনা জমতে জমতে তা কার্যত মজে গিয়েছে

+
গারুয়ের

গারুয়ের জল উপচে প্লাবিত রেলপার এলাকা।

পশ্চিম বর্ধমান: মাত্র দু’দিনের ভারী বৃষ্টিতেই প্লাবিত হয়েছে দক্ষিণবঙ্গের বহু এলাকা। আসানসোলের ছবিটাও বেশ ভয়াবহ। বিশেষ করে গারুই নদীর জল উপচে আসানসোল রেলপাড় সহ বেশ কয়েকটি এলাকা ডুবে গিয়েছে। ঘরবাড়ি, দোকানে ঢুকেছে জল। বাধ্য হয়ে অনেকেই বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। এই পরিস্থিতিতে ফের একবার গারুই নদী সংস্কারের দাবি জোরালো হয়ে উঠল।
উল্লেখ্য, আসানসোলের নিকাশি ব্যবস্থার একটা বড় অংশ নির্ভর করে গারুই নদীর উপর। কিন্তু দীর্ঘদিন ধরার সংস্কারের অভাবে এই নদীতে আবর্জনা জমতে জমতে তা কার্যত মজে গিয়েছে। পাশাপাশি নদী দখল করে নির্মাণের অভিযোগও রয়েছে। যদিও দীর্ঘদিন পর আসানসোল পুরসভা গারুই নদী সংস্কারের দিকে নজর দিয়েছে। কিন্তু স্থানীয়দের দাবি, নদী দ্রুত সংস্কার করা হোক। নয়ত দু থেকে তিন ঘণ্টা টানা ভারী বৃষ্টিপাত হলেই এমন দুর্ভোগের সম্মুখীন হতে হবে নদীপাড়ে বসবাসকারীদের।
advertisement
advertisement
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক তরজাও বাড়ছে। তবে আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক জানিয়েছেন, নদী সংস্কারের কাজ চলছে। আগের থেকে পরিস্থিতি অনেকটা উন্নত হয়েছে। কিন্তু যেহেতু টানা ভারী বৃষ্টিপাত হয়েছে, তাই নদীর জলস্তর বেড়েছে এবং নদীর জল বাড়ির মধ্যে ঢুকে গিয়েছে। কিন্তু এলাকার মানুষের পাশে সবসময়ই থেকেছে পুরনিগম। তাদের দিকে সবরকম সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। সবাইকে উদ্ধার করা হয়েছে। অন্যদিকে স্থানীয়দের দাবি, যত দ্রুত সম্ভব সংস্কার করা হোক এই নদীর।
advertisement
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Garui River: দু'দিনের বৃষ্টিতেই নদী উপচে বাড়িতে ঢুকে পড়েছে জল, ফের গারুই নদী সংস্কারের দাবি
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement