IRCTC: পুজোয় ঘুরতে যাওয়া নিয়ে আর চিন্তা নেই! একদম কম খরচে IRCTC'র রাজস্থান-ট্যুর
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:NAYAN GHOSH
Last Updated:
IRCTC: ১১ রাত ১২ দিনে আপনাকে রাজস্থানে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলি ঘুরিয়ে দেখানো হবে।
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: কম খরচে রাজস্থান ভ্রমণের সুযোগ। সুযোগ করে দিচ্ছে IRCTC। যারা ভাবছেন পুজোয় কোথায় ঘুরতে যাবেন, তারা কম খরচে ঘুরে আসতে পারেন রয়াল রাজস্থান থেকে। নেই কোনও টিকিট বুকিং এর ঝামেলা। নেই হোটেল খোঁজার সমস্যা। সমস্যা নেই অসাধু ট্রাভেল এজেন্টদের খপ্পরে ঠকে যাওয়ার আশঙ্কা। আইআরসিটিসির স্পেশাল প্যাকেজ বুক করে নিশ্চিন্তে ঘুরে আসতে পারবেন রাজস্থান থেকে।
ভারত গৌরব স্পেশাল ট্রেনে রয়েছে তিন ভাবে ভ্রমণের সুযোগ। রয়েছে ইকনোমিক ক্লাস, স্ট্যান্ডার্ড ক্লাস এবং কমফোর্ট ক্লাস। কমফোর্ট ক্লাসে যাত্রীদের জন্য থাকা খাওয়া, যাওয়া আসার সমস্ত ব্যবস্থাই করা হচ্ছে এসিতে। তবে স্ট্যান্ডার্ড ক্লাসের যাত্রীরা সাইটসিনের সময় এসির সুবিধা পাবেন না। ১১ রাত ১২ দিনে আপনাকে রাজস্থানে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা গুলি ঘুরিয়ে দেখাবে। তাই ভারত দর্শন ট্রেনে উঠে পড়লেই নিশ্চিন্ত। ইকনোমিক ক্লাসের ভাড়া রাখা হয়েছ ২০ হাজার ৬৫০ টাকা। স্ট্যান্ডার্ড ক্লাসের ভাড়া ৩০ হাজার ৯৬০ টাকা। আর একদম আরামে আপনি যদি রাজস্থান ঘুরতে চান, তাহলে আপনাকে ৩৪ হাজার ১১০ টাকা কমফোর্ট ক্লাসের টিকিট বুক করতে হবে।
advertisement
advertisement
আরও পড়ুন: পুরীতে অনলাইন হোটেল বুকিংয়ে ভয়ঙ্কর জালিয়াতি! মাথায় হাত পর্যটকদের, চরম চিন্তায় মালিকরাও
এই যাত্রায় আইআরসিটিসি আপনাদের খাওয়া, ঘোরা, হোটেলে সমস্ত কিছুর ব্যবস্থা করবে। যার জন্য দিতে হবে না কোনও বাড়তি মূল্য। প্রত্যেক কোচের জন্য থাকবেন একজন করে ট্যুর ম্যানেজার। মেডিকেল অফিসার থাকবেন ট্রেনে। ট্রেনের যাত্রীদের সুরক্ষিত রাখার জন্য সুরক্ষা কর্মীরাও থাকবেন। এই ভারত গৌরব ট্রেনে রাখা হয়েছে একদম অত্যাধুনিক প্যান্ট্রি কার। যেখান থেকে যাত্রীদের ভাল মানের খাবার পরিবেশন করতে চাইছে আইআরসিটিসি।
advertisement
আরও পড়ুন: বুধবারই পেতে পারেন ছুটি, কেবিনেই প্রিয় গানে গলা মেলালেন বুদ্ধবাবু! জানেন কোনটি?
কলকাতা থেকে ছাড়বে এই ভারত গৌরব ট্রেন। যাত্রীরা এই ট্রেনে উঠতে পারবেন কলকাতা, ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, ধানবাদ, গোমো, হাজারীবাগ রোড, কোডারমা, গয়া, সাসারাম এবং উপাধ্যায় স্টেশন থেকে। ১১ রাত ১২ দিনের এই যাত্রায় দর্শনার্থীরা আজমির, উদয়পুর, চিতোরগড়, আবু রোড, যোধপুর, জয়সালমীর, বিকানের এবং জয়পুর ঘুরে দেখতে পারবেন। যদি কোনও দর্শনার্থী ডায়াবেটিসে আক্রান্ত হন, তাদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থাও থাকছে।
advertisement
পুজোর সময় ২০ অক্টোবর, ২০২৩’এ যাত্রা শুরু করবে রয়াল রাজস্থান ভারত গৌরব ট্রেন। কলকাতায় আইআরসিটির অফিস অথবা আসানসোলের আইআরসিটিসি ব্রাঞ্চ অফিস থেকে করা যাবে বুকিং। পাশাপাশি অনলাইনে বুকিং করা যাবে। বুকিং এর জন্য অনলাইনে পেমেন্টের সুযোগ থাকছে। পাশাপাশি যারা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করবেন, তাদের জন্য থাকছে ইএমআই এর সুবিধা। অনলাইনে বুকিং এর জন্য আপনারা লগইন করতে পারেন – www.irctctourism.com/bharatgourav এ। ফোন করে বুকিং এর সুযোগ থাকছে বুকিং এর জন্য ফোন করতে পারেন – ৮৫৯৫৯০৪০-৮২/৭৭/৭৩/৭৪/৭৫/৭৯ এ।
advertisement
Nayan Ghosh
Location :
Kolkata,West Bengal
First Published :
August 07, 2023 8:34 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
IRCTC: পুজোয় ঘুরতে যাওয়া নিয়ে আর চিন্তা নেই! একদম কম খরচে IRCTC'র রাজস্থান-ট্যুর