Charak Festival : নানা শরীরী কসরত দেখিয়ে শিব সাধনা চড়ক উৎসবে ! বছরের শেষ দিনে উৎসবের মেজাজে মানুষ

Last Updated:

বিভিন্ন আদব-কায়দায়, বিভিন্ন রীতি-নীতি অনুযায়ী চড়ক উৎসব পালিত হল পশ্চিম বর্ধমানে !

+
চড়ক

চড়ক উৎসবে কসরত দেখাচ্ছেন এক গাজন সন্ন্যাসী।

বছরের শেষ দিনে উৎসবের মেজাজে মানুষ।জেলার বিভিন্ন উৎসবের মেজাজে মাতোয়ারা জেলার জায়গা। শিব সাধনা করতে চড়ক উৎসব পালিত হচ্ছে গ্রাম থেকে শহরের বিভিন্ন জায়গায়। বিভিন্ন আদব-কায়দায়, বিভিন্ন রীতি-নীতি অনুযায়ী চড়ক উৎসব পালিত হচ্ছে। কোথাও শারীরিক কসরত দেখিয়ে চলছে চড়ক উৎসব পালন, কোথাও আবার চলছে স্টান্টবাজি। কোথাও আবার শুধুমাত্র উৎসব এবং ঢাকের তালে চলছে চড়ক উৎসব পালন। সমস্ত চড়ক উৎসব এর মধ্যে পশ্চিম বর্ধমান জেলায় নজর কেড়েছে বুদবুদের কোটা গ্রামের শিবের গাজন।
এই গাজন বছর শেষে পুণ্যার্থীদের অন্যতম গন্তব্যস্থল। বহু পুরনো এই চড়কে মেতে ওঠেন আশপাশের গ্রামগুলির মানুষজনও। বহু সন্ন্যাসী যোগদান করেছেন এই উৎসবে। বিভিন্ন রকম শারীরিক কসরত দেখিয়ে তারা শিব সাধনা করেছেন। যদিও গত দু'বছর সংক্রমনের জেরে সেইভাবে চড়ক উৎসব পালন করা সম্ভব হয়নি। তবে চলতি বছরে সংক্রমণ অনেক কমেছে। রাজ্য সরকার বিধিনিষেধ তুলে নিয়েছে। তাই জাকজমকের সঙ্গে উৎসবের আয়োজন করা হয়েছে গ্রামে। সেখানে শারীরিক কসরত দেখাতে দেখা গিয়েছে সন্ন্যাসীদের। দিনভর উপবাস রেখে স্নান করে তারা শারীরিক কসরত দেখিয়েছেন। আর এই শারীরিক কসরত দেখতে সামিল হয়েছিলেন বহু মানুষ। ভিড় জমিয়েছিলেন দেওধর শিব মন্দির এর কাছে। সকলেই বছরের শেষ দিনে এই উৎসবকে কেন্দ্র করে উৎসবের মেজাজে ছিলেন। বাংলা নববর্ষের আগের দিন এই চড়ক উৎসব মানুষের কাছে অপেক্ষার অন্যতম দিন।
advertisement
মূলত, বাংলার গ্রামেগঞ্জে চড়ক উৎসবের বেশি প্রচলন রয়েছে। তবে শহরাঞ্চলের আদি জায়গাগুলিতে ধুমধামের সঙ্গে চড়ক উৎসব পালন করা হয়। যার মধ্যে অন্যতম দুর্গাপুরের বীরভানপুরের চড়ক উৎসব, সগড়ভাঙার চড়ক উৎসব, নডিহার উৎসব। তাছাড়াও জেলার একাধিক জায়গায় চড়ক উৎসব পালন করা হচ্ছে। তবে বুদবুদের কোটা গ্রামের শিবের গাজন অন্যতম নজর কাড়া।
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Charak Festival : নানা শরীরী কসরত দেখিয়ে শিব সাধনা চড়ক উৎসবে ! বছরের শেষ দিনে উৎসবের মেজাজে মানুষ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement