এখনই মিলছে না রেহাই, আজও রাজ্য জুড়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা

Last Updated:
#কলকাতা: গত কয়েকদিন ধরে প্রবল বর্ষায় বেহাল অবস্থা হয়েছে কলকাতা-সহ গোটা রাজ্যের বাসিন্দাদের ৷ কোথাও হাঁটু জল, তো কোথাও আবার অঝোর বর্ষণে নাজেহাল হওয়ার ঘটনার সাক্ষী হতে হয়েছে বহু মানুষকে ৷ এই অবস্থা থেকে এখনই রেহাই মিলছে না ৷
আজ শনিবার আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সপ্তাহ শেষেও মিলছে না বৃষ্টির হাত থেকে রেহাই ৷ আজও রাজ্য জুড়ে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আজও ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, বাঁকুড়ায় ৷ এর পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, ঝাড়গ্রাম, পঃ মেদিনীপুর,পঃ বর্ধমানেও ৷
রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি হালকা-মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতায় ৷ দুই ২৪ পরগনাতেও হালকা-মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ হাওয়া মহল জানিয়েছে, মৌসুমী অক্ষরেখার জেরেই রাজ্যজুড়ে বৃষ্টি হতে পারে ৷ ঘূর্ণাবর্তের প্রভাবে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে ৷ ঝাড়খণ্ড,বিহার ও সংলগ্ন বাংলায় নিম্নচাপ ৷ আগামিকাল থেকে উঃবঙ্গে বৃষ্টি বাড়তে পারে ৷
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
এখনই মিলছে না রেহাই, আজও রাজ্য জুড়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement