ভারতীয় ড্রেসিংরুমে প্রথম পা দিয়েছিলেন, তারপর যা হল, সিক্রেট আউট কোহলির
Last Updated:
নিজের প্রথম দিনের অভিজ্ঞতা ক্যাপ্টেন কোহলির মনেও অম্লান ৷
#বেঙ্গালুরু : নিজের প্রথম দিনের কলেজের অভিজ্ঞতা, কিম্বা কর্মস্থলে প্রথম দিনের অভিজ্ঞতা, সবসময়েই বিশেষ ৷ জীবনে অনেক এগিয়ে গেলেও সেই স্মৃতি মানুষের মনে থেকে যায় ৷ বিরাট কোহলিও এর ব্যতিক্রম নয় ৷
ভারতীয় ক্রিকেটে এখন সাফল্যের সঙ্গে অধিনায়কত্ব করছেন বিরাট কোহলি ৷ অনেক পথ পেরিয়ে আজ তিনি দলের সিনিয়র ক্রিকেটার ৷ তবে নিজের প্রথম দিনের অভিজ্ঞতা ক্যাপ্টেন কোহলির মনেও অম্লান ৷ এই মুহূর্তে আইপিএলে আরসিবি-র হয়ে অধিনায়কত্ব করছেন তিনি ৷ বিরাট জানিয়েছেন, ‘‘আমার পরিষ্কার মনে আছে নির্বাচনের দিনে আমি আমার মায়ের সঙ্গে বসে খবর দেখছিলাম ৷ আমার নাম টিভিতে দেখানো হল, আমি ভেবেছিলাম হয়ত আমার নামে গুজব ছড়ানো হচ্ছে ৷ পাঁচ মিনিটের মধ্যে আমি ফোন পেলাম , আমি বিভোর হয়ে গেলাম, আমি কাঁপছিলাম ৷ ’’
advertisement
এদিকে ড্রেসিংরুমের একটা নিয়ম ছিল বলেও জানিয়েছেন কোহলি ৷ কোহলি বলেছেন, ‘‘আমি প্রথম টিম মিটিংয়ে যাচ্ছিলাম, টিম রুমে আমাকে বক্তব্য রাখতে বলা হল ৷ আমার স্নায়ু শিথিল হয়ে যাচ্ছিল, চারদিকে ভারতীয় দলের তারকারা, সকলে আমার দিকে তাকিয়ে ছিল ৷ ’’
advertisement
এরপর হাসতে হাসতে কোহলি আরও যোগ করেন এখন আমরা এটা করি, নতুনরা এলেই তাদের নার্ভাস করে দিই ৷
Location :
First Published :
May 07, 2018 8:11 PM IST