North Dinajpur News: রাধিকাপুর থেকে হাওড়াগামী কুলিক এক্সপ্রেসে জুড়তে চলেছে একটি ভিস্তাডোম কোচ

Last Updated:

হাওড়া থেকে আগামী ৩ জুলাই ভিস্তাডোম কোচ যুক্ত কুলিক এক্সপ্রেস রওনা দেবে রাধিকাপুরের উদ্দেশে।

হাওড়াগামী রাধিকাপুরগামী কুলিক এক্সপ্রেস 
হাওড়াগামী রাধিকাপুরগামী কুলিক এক্সপ্রেস 
উত্তর দিনাজপুর: রায়গঞ্জবাসীর জন্য সুখবর! রাধিকাপুর থেকে হাওড়াগামী কুলিক এক্সপ্রেস ট্রেনে জুড়তে চলেছে একটি ভিস্তাডোম কোচ। পূর্ব রেলের তরফে এই সংক্রান্ত নোটিশ জারি করা হয়েছে। হাওড়া থেকে আগামী ৩ জুলাই ভিস্তাডোম কোচ যুক্ত কুলিক এক্সপ্রেস রওনা দেবে রাধিকাপুরের উদ্দেশে। অন্যদিকে, রাধিকাপুর থেকে হাওড়ার উদ্দেশ্যে এই ট্রেন যাবে ৪ এপ্রিল।
রায়গঞ্জ রেলস্টেশনের ম্যানেজার রাজু কুমার বলেন, ‘আগামী সপ্তাহেই কুলিক এক্সপ্রেসে একটি ভিস্তাডোম কোচ দেওয়া হচ্ছে। ভিস্তাডোম কোচে যে-সব বৈশিষ্ট্য থাকে, এক্ষেত্রেও সেগুলোই থাকবে। সরাসরি পরিবেশকে উপভোগ করে যাত্রীরা এই কোচে যাতায়াত করতে পারবেন।’ উল্লেখ্য, ভিস্তাডোম কোচ রেলের অত্যাধুনিক-বিলাসবহুল কোচের মধ্য অন্যতম। এই কোচগুলিতে সিটগুলি ১৮০ ডিগ্রি ঘুরতে পারে, এই কোচে রয়েছে বিশাল বড় বড় কাঁচের জানলা, এমনকি ট্রেনের উপরের ছাদও কাঁচ দিয়ে তৈরি। পাশাপাশি এই কোচগুলিতে রয়েছে অ্যান্টি-গ্লেয়ার স্ক্রিন। এছাড়াও এই কোচগুলিতে আছে WiFi-ও।
advertisement
advertisement
Vistadome coach তৈরি করে চেন্নাইয়ের Integral Coach Factory। ভিস্তাডোম কোচের ছাদ পুরোপুরি কাঁচের হওয়ায় তার মাধ্যমে যাাত্রীরা খোলা আকাশ দেখতে পারেন। এই ছাদে রয়েছে অ্যান্টি-গ্লেয়ার স্ক্রিনও।
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
North Dinajpur News: রাধিকাপুর থেকে হাওড়াগামী কুলিক এক্সপ্রেসে জুড়তে চলেছে একটি ভিস্তাডোম কোচ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement